আমাদের কথা খুঁজে নিন

   

আলহামদুলিল্লাহ ডিসাইন কমপ্লিট: সবার দোআ চাই

কোনো চাওয়া নাইকা দীর্ঘ সারে ৭ মাস পর সুপারভাইজারের মুখে হাসি. থিসিস ওয়ার্ক এর ডিসাইন টা আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো আজকে. এখন সুদু fabrication এন্ড রিপোর্ট রাইটিং প্লাস প্রেজেনতেসন বাকি আছে. আল্লাহ পাকের দরবারে হাজার সুকরিয়া, এখন মনে হয় থিসিস ওয়ার্ক শেষ করতে পারব ইনশাল্ল্ল্হ. ডিসাইন নিয়া কত রাত কাটছে দুশ্চিন্তায় বলে বোঝানো যাবে না. আজকে এইটা করি, সুপারভাইজারের কালকে আরেকটা নতুন জিনিস দেয়. করি একরকম সুপারভাইজারের বলে আরেক রকম, সুপারভাইজারের বলে এক রকম আমি করি আরেকরকম, নানান চড়াই উতরাই পার হইয়া আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত ডিসাইনটা হয়লো. এখন দেখি সামনে কি আছে কপালে. সুপারভাইজারের মুখে শুনতে শুনতে তিতা হইয়া গেছি "ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর মাস্টার থিসিস ইস নট ইজি মাই বয়". কিন্তু আমার সুপারভাইজারের অনেক হেল্পফুল, উনি অনেক বেশি অভিজ্ঞ তাই, খুব সহজে স্টুডেন্ট দের যেতে দিতে চায়না. যা ই হুক, অবশেষে উনার মুখে হাসি, আমার অন্তরে শান্তি, বাকিটা দেখি আল্লাহ পাক এর রহমতে কতোটুকু করতে পারি. সবার দোআ চাই. সবার দোআ.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.