আমাদের কথা খুঁজে নিন

   

কি যে বুঝেনা তাও বুঝে না! এই আমাদের ম. খা. আলমগীর। দেখেনতো পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়!

সাভারে "রানা প্লাজা" ধসে পড়ার ঘটনায় আটকা পড়া লোকজনকে উদ্ধারে যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশের ও জাতিসংঘের সাহায্যের প্রস্তাব কি কারনে প্রত্যাখ্যান করা হয়েছিল তার এক আজব ব্যাখা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ম. খা. আলমগীর। বিবিসি'র কাছে দেয়া এক সাক্ষাৎকারে মাননীয় মন্ত্রী বলেছেন যে দূর্ঘটনার সময় "রানা প্লাজারে" অবস্তানরত ৩০০০ লোকদের থেকে মাত্র মারা গিয়েছে ৫৭০ বাকী ২৪৩০ জনকে উদ্ধার করা হয়েছে। যদি বিদেশী সাহায্য নেয়া হত তাইলে এই ২৪৩০ জনকে উদ্ধার করা সম্ভব হতো না। http://www.bbc.co.uk/news/world-asia-22347672 আন্তরজাতিক ভাষ্যকারদের মতে সর্বমোট কতজন লোক চাপা পড়েছে, সরকারী সব অনিয়ম, গার্মেন্ট কর্মীদেরকে দলীয় স্বার্থে ব্যাহার করা এবয় আইন শৃংখলার অবহেলা ধামাচাপা দেয়ার জন্য আওয়ামী সরকার জাতিসংঘকে উদ্ধার কাজে আসতে দেয়নি। বিদেশী বিশেষজ্ঞদের সাহায্য প্রত্যাখ্যান করে আহমকি করার পর আবার এক মানসিক বিকারগ্রস্তের ন্যায় এর ন্যায্যতা প্রমানের প্রচেষ্টা পাগলামী না আর কিছু? আপনিই বলুনতো আমাদের এই মাননীয় মন্ত্রী মহোদয়কে তার প্রকৃত মূল্যায়নের জন্য কি ধরনের বিশেষণ বা উপাধি দেয়া যায়?  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।