আমাদের কথা খুঁজে নিন

   

উলঙ্গ নগ্ন পর্ণ কখনো বুঝেনা লজ্জা কাকে বলে।

i love somewhere blog.
পৃথিবীতে মানুষ রুপী একশ্রেনীর কালো হিংস্র নির্লজ্জ বেহাইয়া আছে যাদের গর্বের উপকরণ উলঙ্গপনা আর নগ্নতা, নিজেকে জনসম্মুখে নগ্ন উপস্থাপন করে তারা নিজেদের ধন্য মনে করেন। এই সমস্ত নির্লজ্জ বেহাইয়াদের সংখ্যা দুনিয়াতে কম নয়, আবার তাদের বিজয়ের নিশানও বেশ উচ্চতায় শোভা পায় । এই সমস্ত নগ্ন কুকুর গুলোর কাছে মান সম্মান আর পোষাকের মর্যদা বলতে কিছু নেই, ----- দুঃখ জনক হলেও সত্তিযে আমাদের এই দেশেও সেই রকম কিছু উলঙ্গ নগ্ন নির্লজ্জ মসতিষ্কের মানুষের নিলজ্জতার উৎপাত দিন দিন আশাঙ্কজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের সাধারণ মানুষের জন্য মারাত্বক হুমকি স্বরুপ। নগ্ন পর্ণ যেমন বুঝেনা তার নিজ সন্তান, বাবা মায়ের সম্মান তেমনি আমাদের দেশের একশ্রেণীর জামাতি ও জাতীয়তাবাদী নামক পর্ণ আছে তারা বুঝেনা নিজ দেশের মানুষগুলো জীবণের মর্যদা, তাদের মনে রাখা উচিত ছিল দেশের সবাই আওয়ামীলীগ নয়, যে ভাবে সাধারণ নিরহ মানুষগুলোকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচেছ তা একমাত্র নোংরা নগ্নপর্ণ মানসিকতা সম্পর্ণ কালো হায়েনার দ্বারা সম্ভব। ১) রেলগাড়ীতে আগুন ২) রেললাইন উপড়ে ফেলা।

৩) রেল লাইনের স্লিপার উপেড়ে ফেলা। ৪) রেলের ইঞ্জিন, বগী ধ্বংস করে দেওয়া। ৫) চলন্ত রেলকে দুর্ঘনাটনায় পতিত। ৬) বাসে আগুন ও বাস ভাংচুর। ৭) পেট্রোল দিয়ে ইচ্চাকৃত ভাবে গণপরিবহনে অগ্নি সংযোগ।

৮) চলন্ত বাসে যাত্রীদের আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িযে মারা। ৯) পুলিশের উপর হামলা, ১০) পণ্যবাহী গাড়ীতে আগুন। ১১) বিদেশীদের উপর আক্রমণ। ১২) শিল্প কারখান আর র্গামেন্টসে আগুন দেওয়া। ১৩) রাস্তায় ব্যারিক্যাড দিয়ে সাধারণ মানুষের চলচলের বিঘ্ন করা।

১৪) নিরহ অসহায় গরীভ মানুষের উপর আক্রমন। ১৫) পার্কে থামিয়ে থাকা গাড়ীতে আগুন। এগুলোর নাম কি আন্দোলন। ? এই সমস্ত উলঙ্গ নোংরা কালো মানসিকতা সম্পন্ন কুকুর গুলোর কাছে প্রশ্ন। রেল কি শুধু আওয়ামীলীগ চড়ে? দেশের সবগুলো গণপরিবহণ বাস কি শুধু আওয়ামীলীগেল? নিহত ও আহত পুলিশ সদস্যদের সবাই কি আওয়ামীলীগ পরিবারে জন্ম নেওয়া? যে জীবন্ত মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে তারা কি সবাই আওয়ামীলীগ? বি,এন,পি জামাদের আন্দোলনে শিকার বিদেশীরা কি আওয়ামীলীগ? র্তকে বির্তকে লিপ্ত হতে চায় না কারো সাথে, শুধু নিজে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন।

বর্তমান চলমান বি,এন,পি জামাতের আন্দোলনের নৈতিকতা কতটুকু? অন্দোলনের মানে নির্মম ধ্বংসজজ্ঞ পৈশাশিক নির্যাতনে মাধ্যমে নিরহ মানুষগুলোকে জীবন্ত পুড়ে মারা কতটুকু যৌক্তিক? জামাত শিবির বি,এন,পি কি হারিয়ে ফেলেছে বিবেক। নিজের দেশের, নিজর র্ধমের, নিজের জাতিকে, নিজের দেশের সম্পত্তির উপর আক্রমণ, এটা কিসের লক্ষণ? কোথায় আন্দোলন কারীদের লজ্জা শরম? কোথায় গেল র্ধমীয় নৈতিকতা? কোথায় গেল মানবতা? এইরকম মারাত্বক নির্মম পৈশাশিক অনৈতিক কর্মকান্ডের জবাব বি,এন,পি জামাতকে এক দিন দিতে হবে। শুধু সময়ে অপেক্ষায়।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।