আমাদের কথা খুঁজে নিন

   

হাঁসির চোটে আমি ভুলে গিয়েছিলাম সতীশ ইন্ডিয়ান, বাংলা বুঝেনা কিন্তু আমি তারসাথে বাংলাতেই কথা বলছি !

لا إله إلا الله محمد رسول الله

সকালে অফিস গিয়ে প্রথমেই এককাপ গরম কফি খাই । তারপর অন্য কাজ । আজও এর ব্যাতীক্রম হয়নি । কফি শেষ করে ল্যাপটপ নিয়ে বসলাম । বিরক্তিকর কাজ, কেন যে মানুষ SAP ইউজ করে বুঝিনা ! সাধারন একটি কাজ অনেক ঘুরিয়ে-প্যাচিয়ে করতে হয় ।

একটা রিপোর্ট নিয়ে কাজ করছিলাম । তাই বারবার প্রিন্ট দিতে হচ্ছিলো, সমস্যা হচ্ছে প্রিন্টার অন্যরুমে তাই বারবার এরুম-ওরুম করছি । অফিসে প্রিনাটারের অভাব নেই কিন্তু আলসেমি করে কেউ সেটআপ দিচ্ছেনা । যাক, এগুলোকে কোন সমস্যা হিসেবে ধরছিনা, সমস্যা অন্যখানে । আজব সমস্যা ! এতক্ষনতো সব ঠিকই ছিল ! এমন সমস্যায় আগে কখনো পড়িনি বা কেউ পড়েছে বলে শুনিনি ! আমি প্রিন্ট দিচ্ছি একটা কিন্তু এ রুমে এসে দেখি প্রিন্ট হয়েছে অন্য একটা ! দু-তিনবার ট্রাই করলাম প্রতিবারই একই অবস্হা ! প্রিন্টেড রিপোর্টটা হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এমন হওয়ার কারন কি ! হঠাৎ দেখলাম আমাদের সতীশ (ইন্ডিয়ান) বাবু এগিয়ে আসছেন ।

কেমন যেন সন্দেহের চোখে একবার আমার দিকে আবার আমার রিপোর্টের দিকে তাকাচ্ছেন ! তারপর কাছে এসে উকি দিয়ে আমার হাতের রিপোর্টটা দেখলেন ! এরপরের ঘটনা বড়ই মজার দুজনে হঠাৎ এইসাথে বুঝতে পারলাম এতক্ষন আসলে কি ঘটছিল ! এরপর বুঝতেই পারছেন.... ...সতীশ বাবু পারলে আমায় জড়িয়ে ধরে হাসেন আরকি ! আপনারাও নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন আসল ঘটনা কি ! ঘটনা হচ্ছে, সতীশ ও আমি একই সময়ে প্রিন্ট দিচ্ছিলাম , একটু আগ-পর হওয়ার কারনে আমার প্রিন্ট নিয়ে যাচ্ছিলো সতীশ আর সতীশের প্রিন্ট নিয়ে আসছিলাম আমি ! ও হ্যাঁ, হাসির চোটে আমি ভুলে গিয়েছিলাম সতীশ ইন্ডিয়ান, বাংলা বুঝেনা কিন্তু আমি তারসাথে বাংলাতেই কথা বলছি ! সেও এমনভাবে মাথা নাড়ছিল আমার মনেই ছিলনা........আরো একচোট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।