আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না ১৭/০৯/১২ তারিখের ঘটনা। শালিষের রায় মোতাবেক ১৮/০৯/১২ তারিখে ২ লক্ষ টাকা দিতে হবে। মেয়েটির নামে দেয়া জমিন পুনরায় সে ফেরত দিবে এবং ১৯/৯/১২ তারিখে অবশিষ্ট ২ লক্ষ ৬০ হাজার টাকা তাদের উকিলের মাধ্যমে দিতে হবে। তার পর তার উকিল এবং আমার উকিল মিলে কোটে আপোষ নামা জমা দিয়ে তাকে জামিনের ব্যবস্থা করা হবে।
এখন এত শর্ট টাইমে ৪.৬০ হাজার টাকা কোথায় পাই। আত্মীয়স্বজন সবাই এই টাকার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে । অবশেষে গ্রামে বাহির হইলাম যে কারো কাছে ধার পাওয়া যায় কিনা ? না পাওয়া গেলনা। সবাই সুযোগের সত্য ব্যবহার করলো। কিন্তু টাকা পাওয়ার একটা উপায় আছে সেটা হলো চড়া সুধ ।
সবদিক বিবেচনা করে এবং সংসারের প্রতি ভাইয়ের অতীত অবধানের কথা স্মরণ করে প্রতি লক্ষ্যে মাসে ৭ হাজার টাকা সুধে ৪ লক্ষ টাকা নিয়ে বিসয়টি মিমাংসা করেছি । টাকা নেওয়ারও শর্ত ছিল যে, এক মাসের সুধ আগে পরিশোধ করতে হবে এবং যে টাকা নিয়ে দিবে তাকে প্রতি লক্ষ্যে ৩ হাজার টাকা করে দিতে হবে। পরিশেষে দেখা গেল যে, এ ৪ লক্ষ টাকায় আমি ৪০ হাজার টাকা দিয়ে অবশিষ্ট ৩.৬০ হাজার টাকা হাতে নিয়েছি । ইতিমধ্যে নির্ধারিত তারিখের পূর্বে ৩ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে । কিন্তু আমার ভাইটি সম্পূর্ন নিঃষপাপ হয়ে একমাত্র স্রীর কারনে সে সাজা খাটিয়াছে ।
কিন্তু আমরাও তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারতাম। কেইস পরিচালনা, সময় স্বল্পতা ও আর্থিক বিষয় ও সামাজিক বাধ্যবাধকা ইত্যাদি বিষয় বিবেচনা করিয়া নির্মম নির্যাতনের স্বীকার হয়ে বিষয়টি ঐ খানেই শেষ করতে হয়েছে । বর্তমানে আমাদের কারই মনে শান্তি নাই। ছোট ভাইটির দিকে তাকালে তাকে খুবই অসহায় মনে । আমি সকলের নিকট দোয়া প্রার্থি যাহাতে এই পরিস্থিতি হতে আমাদের সকলেই মুক্তি পাই।
এই সত্য ঘটনাটি পড়ে যদি কেউ উপকৃত হয় তাহলে আমার এই লেখা সার্থক হবে এবং আমাকে উপদেশ দিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবন্ধ করলে খুশি হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।