আমাদের কথা খুঁজে নিন

   

আমি অনুমতি চাইনি

আমি ভাবতে চাই শান্তভাবে নিস্তব্ধতায়, সুবিস্তৃত পটভূমিতে, নির্বিঘ্নে, নিদ্রাতুর চেতনে, এক থেকে অন্য আরেকটিতে ছলকে যাব বলে, কোন প্রতিকুল বা প্রতিবন্ধক অনুভুতি ছাড়াই , ডুবে যেতে চাই গভীর থেকে গভীরতায়, পায়ের তলা থেকে বহুদুরে, নির্মম পৃথক বিচ্ছিনতায় ... তিনভাগ দেয়ালে স্থির সবুজ সমুদ্র পেছনে স্বচ্ছ কাঁচে নীল আকাশ ওপাশে বসে তুমি প্রকৃতির মত ব্যস্ত সাদা বালিতে হলুদ মাকড়সার জাল বোনায় আমি অপলক চেয়ে থাকি সেই ফাঁদে ইচ্ছে করে সুতোয় পাপড়ি বেধে রাখি সম্মোহনের বিষ যেন অনায়াসে সুরঙ্গ খুজে পায় আমি চেয়ে থাকি নিঃশব্দ কামনায় আসলে তোমাকে দেখিনা..দেখি আমায় ওষ্ঠে কাঁপে আজন্মের লালিত সংস্কার চুপ করেই থাক.. বলি চোখের ইশারায় তুমি কথা বলনা কিন্ত তোমার পিছনে ঈশ্বর জেগে ওঠেন নারকীয় অভিশাপের আঙুল তুলে চিৎকার করেন খবরদার বোকা মেয়ে .. তোমার উদ্ধত দৃষ্টি সরিয়ে নাও তুমি জাননা তুমি কি দেখছ তুমি জাননা তুমি কি চাইছ নিশ্চয়ই আমি জানি .. তুমি যা জাননি কখনও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।