আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামে কি গান বাজনার অনুমতি দেয়?

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

আমি ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না তবে জানার চেষ্টা করি। যখনই কোনো অনুবাদ পাই তখনই তা পড়ে ফেলার চেষ্টা করি। বেশ কুরআন খতমও দিয়েছি। তবে কুরআন শরীফ পড়ার সময় কোথাও দেখছিলাম ইসলাম বাদ্যযন্ত্রের ব্যবহার সমর্থন করে না।

কিন্তু আজ দেখলাম এক জ্ঞানী ব্লগার একটা কমেন্ট দেখলাম: সন্ধ্যাবাতি বলেছেন : ২০০৭-০৭-৩০ ০৯:৪৭:২৫ উদাসী স্বপ্ন, কম্পোজিশনে তো সুরও পরে। হাদীসে আছে মুহাম্মদ (সা) দফ বাজানোর অনুমতি দিয়েছেন। দফ আরবের পারকাশন মিউজিক, সেটার উপর ভিত্তি করেই বলা যায় অন্যান্য দেশের নিজেস্ব পারকাশন মিউজিক একই ক্যাটাগরিতে পরে। এই গানের মহত্ব এখানেই টিপিক্যাল গানের মত না, মিশ্র ইনফ্লুয়েন্স। তাহলে কি ইসলামে বাজনার ব্যবহার সিদ্ধ? আমি না হলে সহ্য করলাম, কিন্তু আপনারা যারা জ্ঞানী তারা ? *আমি কোনো পরহেজগার নই, তবে মুসলমান হিসেবে আশা করছি আপনারা যারা ইসলাম সম্পর্কে ভালো জানেন তারা আমাকে এবং আমাদেরকে এই কনফিউশন থেকে মুক্ত করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।