আমাদের কথা খুঁজে নিন

   

ভালো কথা, বানী এবং জ্ঞানের কথা

১/ অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না। ২/ খারাপ বন্ধুর চেয়ে একা থাকা অনেক ভাল। ৩/ "বাবা একবার উঠে দেখ আমি তোমার নুহাশ, আমি এসেছি তোমার প্রিয় চরিত্র হিমু সেজে" — নুহাশ । ৪/ “যদি তুমি দুনিয়াকে নতুন কিছু উপহার দিতে না পার তবে তুমি দুনিয়ার একটি বোঝা। ” ৫/ স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট।

-রবীন্দ্রনাথ ঠাকুর । ৬/ "আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ" । ---বিল গেটস ৭/ তুমি পাহাড়ের চুড়ার মত হইয়ো না। কারণ, এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে। ৮/ অর্থ মানুষকে পিশাচ করে তুলে, আবার অর্থই মানুষকে মহৎও করে তুলে - ক্যাম্বেল ৯/ যদি নিজে নিজের ‘বিবেক’কে বড় মনে কর তবে শত্রু সৃষ্টি হবে আর যদি ‘হৃদয়’কে বড় কর তবে বন্ধু বৃদ্ধি হবে।

১০/ তুমি যদি চাও কেউ তোমাকে অন্যায় দোষারোপ না করুক, তাহলে তুমি অপরকে অন্যায় দোষারোপ করা থেকে বিরত থাকো। ১১/ মৃত্যু যেহেতু তোমার অপেক্ষায় আছে, সুতরাং তুমি তার জন্য এখনই প্রস্তুত হও। ১২/ কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। ( সংগ্রহ ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.