খবরটা পড়ে খুব ভালো লাগলো। তাই আপনাদের শেয়ার করলাম। আমরা ভালো কাজ চাই। ভালো কাজের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। এই কামনা করি।
'সংখ্যায় ওরা প্রায় এক শ জন। সারা রাত ধরে কাজ করেছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুত ৬০ ফুট চওড়া একটি বাঁধ নির্মাণ করে রক্ষা করেছেন এলাকার প্রায় ২০ হাজার একর ফসলি জমি। তাঁদের সহায়তা না পেলে বড় ধরনের বিপর্যয়ে মধ্যে পড়ত ওই এলাকার জনসাধারণকে। \' কথাগুলো বললেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুৎসুদ্দী ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী।
গত ২৯ সেপ্টেম্বর তাঁর ইউনিয়নেই ঝিনাই নদীর সঙ্গে সংযুক্ত একটি খালে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধীন ১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের চৌকস একদল সেনাসদস্য ওই বাঁধটি নির্মাণ করে দেয়। এ বিষয়ে সেনাবাহিনীর সহায়তা চেয়েছিলেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক।
জানা গেছে, ২৯ সেপ্টেম্বর সেনা দলটি সারারাত জেগে নিজেদের ব্যবস্থাপনায় গাছের খুঁটি (বল্লী), বালির বস্তা এবং স্থানীয়ভাবে প্রাপ্ত বোল্ডার ব্যবহার করে এ কাজটি সম্পন্ন করে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরদিন বিকেলে পানির প্রবল চাপে বাঁধটি ভেঙে পড়ার উপক্রম হলে সেনা দলটিকে আবারও সারা রাত ধরে তা পুনর্নির্মাণ করতে হয়।
তথ্যসূত্র: কালের কণ্ঠ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।