দীর্ঘক্ষন চেয়ে থাকি সাদা পর্দার দিকে কখন কর্নারে জেগে উঠবে লাল বর্নে এক বা নামের পাশে সবুজের টিপ । অপেক্ষার প্রহর কেটে যায় আমার প্রহর থমকে আছে সবুজের অপেক্ষায় হয়তো ভুলেই গেছে, কে কারো জন্য অপেক্ষা করতে পারে? ঘূম চোখে চেয়ে থাকি কালো তিন শব্দের নামটার দিকে। নিঝুম রাতের একাকী দীর্ঘশ্বাসের কান্না বড় কানে লাগে। এলোমেলো কষ্টের স্তূপ নিয়ে অত:পর অপেক্ষা..... অবসন্ন মন বারবার উঁকি দিচ্ছে তোমার অস্তিত্বের খোজে, ঘুণে ধরা বুক নিয়ে আশায় আছি তোমারি অপেক্ষায়.................. ফেসবুকে চ্যাট করার অপেক্ষায় লিখেছিলাম .....৫.৫.১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।