সব বাঁধা ভেঙ্গে এগিয়ে চলার প্রত্যয়ে... এক সময় ফেসবুকে খুব মজা পেতাম। সত্যি আজ তা আর পাইনা। সে কয়েক বছর আগের কথা। স্ট্যটাস দিয়ে, কমেন্ট করে, ট্যাগ করে, ট্যাগ হয়ে। আজ সবই আছে, সবই হয় কিন্তু সব শ্রেণীর মোবালীয় ফেসবুকের প্রসার ফেসবুককে কেন জানি ধীরে ধীরে সরে দিচ্ছে আমার কাছ থেকে। ফালতু স্ট্যটাস, ফালতু কমেন্ট, সুন্দরী বন্দনা ( এক মেয়ে বলে 'আমার জ্বর' ওমনি ৪২ লাইক ও ৩০ কমেন্ট ), ফালতু সব ছবি বা ভিডিও আপলোড, আক্রমন, অপরাধ, দুশমনি ইত্যাদি যেন আজ ফেসবুকের প্রাণ। আসলে মোবাইলের কারনে ফেসবুক আজ সব শ্রেণীর সহজলভ্য যা এটিকে একটি সুস্থ সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে আর ভাবার সুযোগ দিচ্ছেনা। ব্যস্ততাই ফেসবুকে আগের মত ঢুঁ না দিলেও দিনে যে নিজে অজান্তেই দু একবার ঢোকা হয়না তা না। হোক না দু একবার, তার পরও ফেসবুক ছেড়ে...দূরে কোথাও; ''তা কি সম্ভব'' ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।