সংবাদঃ
। ।
ভবনের সবাইকে ভবন ধ্বসের পূর্বেই সরিয়ে নেওয়ার দাবী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রত্যেক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদকর্মীরা দাবী করছেন ভবনের প্রতিটি তলায় 1 হাজারেরও বেশি করে মানুষ ছিল। সপ্তম তলা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন উদ্ধাকারীরা।
তৃতীয়, চতুর্থ তলায় উদ্ধারকাজ শুরুই হয়নি। আটকা পড়া জীবিত মানুষগুলোর বাঁচার আকুতি রক্ষা করার সাধ্য নেই উদ্ধারকর্মীদের। ইতোমধ্যে সেনাবাহিনীর অত্যাধুনিক কিছু সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছার দাবী করেছেন সেনা কর্মকর্তা। কিন্তু অপর্যাপ্ত আলো কিংবা রাত্রিকালীন বাস্তবিক সমস্যার কথা বিবেচনায় রাত্রে অত্যাধুনিক সরঞ্জামগুলির সফল ব্যবহার হচ্ছেনা। দূর্ঘটনার পর পরই উদ্ধারকাজে অংশ নিয়ে চিরায়ত ভালবাসা ও মানবিকতার পরিচয় দিয়েছেন স্থানীয়রা।
ঢিলেঢালা উদ্ধারকাজে ক্ষুব্ধ হয়ে পুলিশকে ধাওয়া করেছেন সাধারণ জনতা। এনাম মেডিকেলসহ আশেপাশের হাসপাতালগুলোতে যথাসাধ্য চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন দুঃসময়ের হিরো আমাদের ডাক্তারেরা। পঙ্গু হাসপতালে কর্মরত ডাক্তারদের অমানবিকতায় ক্ষুব্ধ, ত্যক্ত-বিরক্ত সেবা প্রার্থীরা। বিভিন্ন অনলাইন মাধ্যম ও মানবিক মানুষদের আবেদনে সাড়া দিয়ে নিজের বুকের রক্ত দিয়ে যাচ্ছেন সত্যিকারের দেশপ্রেমি মানুষ। এদের ভালবাসার তুলনা নেই।
প্রতিক্রিয়াঃ
। ।
আমরা কিছুক্ষণের মধ্যে নরম গদীর বিছানায় আরামচে’ ঘুম দিবো। অন্যদিকে ভবনে আটকা পড়া জীবিত মানুষগুলো বাঁচার আকুতি জানাতে জানাতেই বোধহয় পাড়ি দিবেন পরপারের সুশীতল ছায়ানীড়ে। সকাল বেলা উঠেই শুরু করব জাতীয় শোক দিবস পালন।
মখা’র তথ্যানুযায়ী তদন্ত কমিটি হবে। জানিই তো, তা আলোর মুখ দেখবেনা বরাবরের মতোই। মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধীদলীয় নেত্রী শোক প্রকাশের পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে স্বজনহারাদের স্বান্তনা দিলে আরও খুশি হতাম। ভবন মালিক রানা ও সংশ্লিষ্ট দূর্ঘটনায় দোষী ব্যক্তিদের ধ্বসে পড়া ভবনে নিয়ে ফায়ারিং স্কোয়াডে জন সম্মুখে গুলি করার মাধ্যমেই শুরু হোক আগামী কাল জাতীয় শোক দিবস উদযাপনের শুভ উদ্বোধন। অন্তর্যামীর দরবারে অকাল প্রয়াত মানুষদের আত্মার শান্তি কামনা করছি।
আটকা পড়া মানুষদের বাঁচার নিদারুণ আকুতি, আহতদের ব্যথার যন্ত্রণা এবং স্বজনহারাদের আহাজারি হৃদয়ে ধারণ করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।