আমাদের কথা খুঁজে নিন

   

মোঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের জন্মবার্ষিকী আজঃ ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সম্রাটের জন্মদিনে শুভেচ্ছা

আমি সত্য জানতে চাই হিজ মেজেস্টি আল সুলতান আল আযম ওয়াল খাকোয়ান আল মুকাররম, ইমাম-ই-আদিল, সুলতান উল-ইসলাম, কাফ্ফাট উল আনম, আমির উল মুমিনিন, খালিফাত-উল-মুতাওল্লি, সাহিব-ই-জামান, বাদশাহ গাজী জিল্লুলাহ আব্দুল-ফথ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর ১৫৪২ খৃষ্টাব্দের আজকের দিনে (১৫ অক্টোবর) সিন্দু প্রদেশের উমরকোট রাজপুত ফরেস্টে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সম্রাট হুমায়ুন এবং মাতার নাম হামিদা বানু বেগম। জালাল উদ্দিন মোহাম্মদ আকবর, যিনি "আকবর দ্যা গ্রেট নামে সমাধিক পরিচিত"। (সম্রাট হুমায়ুন) তাঁর পিতা সম্রাট হুমায়ুন ছিলেন ভারতবর্ষের দ্বিতীয় মোঘল সম্রাট। ১৫৫৬ সালের ২৪ জানুয়ারি সম্রাট হুমায়ুনের মৃত্যু হলে মাত্র ১৩ বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেণ।

তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। আকবরের সভাসদ দের মধ্যে নবরত্ন হিসেবে যারা ইতিহাসখ্যাত হয়ে আছেন, তাঁরা হলেন, ১। রাজা টোডরমল, ২। তানসেন, ৩। বীরবল ও ৪।

আবুল ফজল। (বৈরাম খান) জালালউদ্দিন মোহাম্মদ আকবর বৈরাম খানের তত্ত্বাবধানে সমগ্র দক্ষিণ এশিয়ার সাম্রাজ্য বিস্তার করতে থাকেন। ১৫৬০ সালে বৈরাম খানকে সরিয়ে আকবর নিজে সকল ক্ষমতা দখল করেণ এবং ভারতবর্ষ ও আফগানিস্তানে তার সাম্রাজ্য বিস্তার চালিয়ে যান। ১৬০৫ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সমস্ত উত্তর ভারত তার সাম্রাজ্যের অধীনে চলে আসে। আকবর তার নিজস্ব ধর্মীয় দৃষ্টিভঙ্গী থেকে দীন-ই-ইলাহি নামক ধর্ম চালু করার চেষ্টা করেন।

রাজ্য শাসনের জন্য আকবর আমলাতন্ত্র চালু করেন এবং প্রদেশগুলোকে স্বায়ত্বশাসন দান করেন। আকবরের আমলাতন্ত্র বিশ্বের সবথেকে ফলপ্রসু আমলাতন্ত্রের মধ্যে অন্যতম। তিনি প্রত্যেক অঞ্চলে সামরিক শাসক নিয়োগ দেন। প্রত্যেক শাসক তার প্রদেশের সেনাবাহিনীর দায়িত্বে ছিল। ক্ষমতার অপব্যবহারের শাস্তি ছিল একমাত্র মৃত্যুদন্ড।

সাম্রাজ্যের রাজপুতদের সাথে সুসম্পর্ক রাখার স্বার্থে আকবর বিভিন্ন রাজবংশের রাজকন্যাদের বিয়ে করেণ। তবে তার স্ত্রীদের মধ্যে সবচাইতে আলোচিত হলেন যোঁধা বাঈ। তাঁরা জাহাঙ্গীরসহ ৬ পুত্র ও ৬ কন্যার জনক জননী ছিলেন। (King Akbar & Wife Jodha) জালাল উদ্দিন মোহাম্মদ আকবর ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক। মোঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের জন্মদিনে আমাদের শুভেচ্ছা।

সূত্রঃ লাইট বক্স (Light Box) লিংকঃ Akbar the Great  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।