আমাদের কথা খুঁজে নিন

   

মজার জোকস

ব্লগ পড়তে ভাল্লাগে, লিখতে নয়। আর বন্ধুত্ব করতে ভালবাসি। akmamun66@gmail.com অনেক বছর পরের কথা। আমেরিকা আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ চলছে। দুই দেশের সেনারাই বাংকারে লুকিয়ে থেকে যুদ্ধ করছে।

ফলে কারো গায়েই গুলি লাগছে না। তো এভাবে চলতে চলতেই বাংলাদেশি সেনারা একটা বুদ্ধি বের করলো। তাদের মধ্য থেকে একজন আমেরিকান সেনাদের উদ্দেশ্যে বলল,: ' ওই তদের মধ্যে জন কে রে? ' আমেরিকান বাংকার থেকে একজন বেরিয়ে এসে বলল, ' আমি জন! ' বাংলাদেশিরা তাকে গুলি করে মেরে ফেলল। তারপর আবার ডাক দিলো, ' ওই স্মিথ আছস? ' আরেকজন আমেরিকান জবাব দিল, ' আছি 'তাকেও গুলি করে মেরে ফেলা হলো। এবার আমেরিকানরা চিন্তায় পরে গেলো।

তারা ভেবে দেখল বাংলাদেশিদের সাথে বুদ্ধিতে পারা যাবে না। তাই তারা ঠিক করলো তাদের বুদ্ধি দিয়েই তাদের ঘায়েল করবে। এবার এক আমেরিকান সেনা চেচিয়ে উঠল, ' ওই মোখলেস আছস নাকি? ' বাংলাদেশি সেনারা বুঝল তাদের বুদ্ধি ধরা খেয়ে গেছে। তাই তারা নতুন বুদ্ধি বের করলো। পাল্টা চেচিয়ে বলল, ' ওই মোখলেস রে ডাকসে কেডা রে?!' আমেরিকানটি বেরিয়ে এসে বলল, ' আমি ডাকসি !! ' তাকেও গুলি করে মেরে ফেলা হলো!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.