আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য (রাজনীতিবিদরা দূরে থাইকেন)

হৃদয়ে আমার “একাত্তর” স্বপ্নে দেখি রঙিন ভোর! ১ হাতে পাইলে ক্ষমতা- কেউ হয় এরশাদ কেউ হয় মমতা । ২ ঝুলতে থাকুক আমার বোন ফেলানি, কানে বাজুক শিলা কি জাওয়ানী! ৩ ধামাচাপা পড়ে গেলো ইলিয়াস ইস্যু, ঘাম মুছে ফেলে দিলো ব্যবহৃত টিস্যু! ৪ দুই নেত্রীর বুলি এক-ই বন্দুক দুইটা গুলি এক-ই! ৫ কানে কানে মশা বলে দেশ যাচ্ছে রসাতলে ! ৬ শুনেন একটা কমিক, আবুল মিয়া বিরাট দেশ প্রেমিক! ৭ কবে আর আসিবে সুদিন? কাঠমোল্লারা পানিতে ফু’দিন! ৮ লেবু টক নীম তিতা, ছাগুদের প্রিয় কাঁঠাল পাতা! ৯ চারিদিকে রাজাকার, এই দুই রানী কার? ১০ রুই কাতলা কোন্দলে, আমজনতা কোন্ দলে? ১১ দেশ ও দশের কল্যাণে মীরজাফরদের কল্লা নে! ১২ না করিয়া রাজনীতি ইট ভাঙ্গার কাজ নিতি !?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।