আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক আসক্তি নিরাময় কেন্দ্র (ছবি ব্লগ)

সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই । ভাসতে চাই অনাবিল সুখে । ফেসবুক কী ? এটা কি খায় না মাথায় দেয় ? প্রথমেই সেই প্রসঙ্গে আসি । ফেসবুক খায়ও না মাথায়ও দেয় না । ফেসবুক এমন একটা চিজ যার থেকে সব সময় রস বেয়ে বেয়ে পড়ে ।

তাই বলে এটাকে মিষ্টি জাতীয় কিছু ভেবে বসবেন না । ফেসবুক মিষ্টি নয় কিন্ত সবসময় এর থেকে রস বেয়ে পড়ে । আর পোলাপান সেই রস খেতে খেতে নেশা করে ফেলে । ফেসবুক সবার জন্য খোলা । খোলা মানে আপনিও ফেসবুকের রস ফ্রিতে পান করতে পারবেন ।

তবে প্রথমেই আপনাকে এই দৃশ্য দেখতে হবে এবং এর কোঠাগুলো আপনার নাম-ঠিকানা দিয়ে পূর্ন করতে হবে । রেজিষ্টেশন শেষ করলেই বুঝবেন কি মধুর ফেসবুকের পেয়ার । কিছুদিন পার হয়ে গেলে দেখবেন ফাস্ট আঠার মত আপনার মন ফেসবুকের সাথে লেগে আছে । কিছুতেই ছুটানো যাচ্ছে না । কি করবেন ? সমস্যা আছে সমাধানও আছে ।

মন ওই রকম ফেসবুকের সাথে লেগে থাকাকে বলে আসক্তি । আর এই সমস্যা সমাধানের জন্যই আমরা খুলে ফেললাম “ফেসবুক আসক্তি নিরাময় কেন্দ্র ’ রাস্তায় চোখ-কান খোলা রেখে চলুন । এমন সাইনবোর্ড হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারেন । আরো কিছু সাইবোর্ড দেখুন আমাদের প্রতিষ্ঠানের । ক্যাপসন , ধীরে চলুন সামনে ফেসবুক আসক্তি নিরাময় কেন্দ্র ক্যাপসনঃ- রাস্তার মোড়ে আমাদের বিলবোর্ড ।

আমরা উত্তমরুপে বাশডলা দিয়ে থাকি । ক্যাপসনঃ আমাদের আরেক খানা সাইনবোর্ড । ভালো কথা আমরা আমাদের প্রতিষ্টান চালু করার পর ফেসবুকের ইতিমধ্যে হারাম হয়ে গেছে । সুতরাং নিশ্চিন্তে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.