তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক ! বিতর্কিত তসলিমা আবার বই লিখছেন। টার্গেট এবারের বইমেলা । সর্বশেষ লেখাটা সাহিত্য পাতার বন্ধু মারফত পেলাম খানিক আগে। লেখার মান ভালই। তবে মনে হয় আবার বাজেয়াপ্ত হবে।
মাননীয় মডু, শব্দচয়নের জন্য আমি দায়ী নই।
পূনর্মানুষোভব:
....................
মেয়ে দেখলেই যাদের
নুনুটা ধোন হয়ে দাঁড়িয়ে পড়ে ঝাড়া অ্যাটেনশন ,
তাদের বলছি-
আরামে দাঁড়াও।
নারী আজ শুধু ভোগের পণ্য নয়।
তোমাকেও নারীর মোট বইতে হতে পারে।
হেঁশেলে উনুন সামলে ক্লান্ত হয় তোমাকেও গাইতে হতে পারে-
'জলে ভাসা পদ্ম আমি....'
তো যা বলছিলাম-
ঘরকন্নাটা শিখে নাও,
রুমালে ফুল তুলে লিখতে শেখো
'ভুলো না আমায়' ।
তারপরে যদি মনে হয়,
পুরুষমানুষ থেকে মানুষ হতে পেরেছ-
যত ইচ্ছে দাঁড়িয়ে থেকো,
অথবা 'ওটা'কে দাঁড় করিয়ে রেখো অ্যাটেনশন করে;
আমি তখন তোমাকে আর না বলবো না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।