জীবনকে এডিট করা যায় না কখনো ..। এক জাপানি আমেরিকায় বেড়াতে গেছে ..অনেক কিছু দেখার পর তার ফেরার পালা জাপানে বিমানবন্দরে যাবার জন্য সে একটা taxi ভাড়া করলো .... সে আমেরিকার রাস্তা ঘাট দেখতেছে taxi এর জানালা দিয়ে হুট করে একটা হুন্ডা পাশ কেটে চলে গেল তো জাপানি বলতেছে : "Honda, very fast! Made in Japan!" কিছুক্ষণ পর একটা টয়োটা তাদের কে দ্রুত গতিতে ওভার টেক করলো জাপানি চিত্কার দিয়ে বলতেছে : "Toyota, very fast! Made in Japan!" এর কিছুক্ষণ পর একটা মিত্সুবিশি চলে গেল এবার জাপানি আরো জোরে বলতেছে "Mitsubishi, very fast! Made in Japan!" এই বেপারটা দেখে taxi driver খুব রেগে গেল ..কিন্তু কিছু বলল না বিমান বন্দরে এসে driver বলল ভাড়া দেন ৩৫০ ডলার জাপানি : চিত্কার করে বলল কেন এত ভাড়া ... আমেরিকান গাড়ি চালক : "Meter, very fast! Made in Japan!"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।