আমি বাংলার ছেলে ঐ যে আকাশ নিলের দেশে পাখির ডানা মেলা, ঐ যে আকাশ মেঘের দেশে ভাসছে সাদা ভেলা। ঐ যে আকাশ উদার বুকে উদারতা শিখায়, ঐ যে আকাশ দুরের দেশে গা এলিয়ে ঘুমায়। ঐ তো আকাশ সূয্যি মামার অস্ত যাবার রাস্তা, ঐ তো আকাশ সুধাকরের জোছনা ভরা কাঁথা। ঐ তো আকাশ রাতের বেলা তারার ছড়াছড়ি, ঐ তো আকাশ সুবহে সাদিক প্রভাত ফুলের কুঁড়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।