আমাদের কথা খুঁজে নিন

   

পেট্রোলের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি ও ভারত বন্ধ

বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে গতকাল রাতেই ভারতে আবার ও পেট্রোলের মূল্যবৃদ্ধি ঘটল।এই বার মূল্যবৃদ্ধি হয়েছে 7টাকা 85পয়সা। লোকসভার অধিবেসন শেষ হওয়ার পরদিনই এই ভাবে পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় অনেক অর্থনীতি বিদ রহস্যের গন্ধ পাচ্ছেন। অন্যদিকে বিরোধী "এন ডি এ" শিবীর মনমোহনের "ইউ পি এ" সরকারকে কটাক্ষ করে বলেছে,"ইউ পি এ সরকারের তিন বছরের বর্ষপূর্তিতে দেশবাসী কে তাদের গিফ্ট পেট্রোলের মূল্যবৃদ্ধি "। এই পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে "এন ডি এ" আগামী 31শে মে "সারা ভারত বন্ধের ডাক দিয়েছে। যদি মনমহোন সরকারের বক্তব্য "টাকা"র দাম ডলারের থেকে কমে যাওয়ায় পেট্রোলের মূল্যবৃদ্ধি করতে হয়েছে। একই নিত্য প্রয়জনীয় জিনিসের দাম আকাশ চুম্বি, তার উপর এই পেট্রোলের মূল্যবৃদ্ধি ভারতীয় নাগরিকদের মাথার উপর খাড়ার মতো ঝুলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.