আমাদের কথা খুঁজে নিন

   

বলুন তো কাঁঠাল কোন লিংগ ?

দাদুকে নাতি বললো, আচ্ছা দাদু বলতো কাঁঠাল কোন লিংগ ? দাদু বললো কেন পুংলিংগ নাতি:কেমনে ? দাদু:কারণ কাঁঠালের বিচি আছে । নাতি: আচ্ছা দাদু বলতো পুঁলিশ কোন লিংগ ? দাদু : কেন পুংলিংগ নাতি:কেমনে ? দাদু:কারণ পুলিশের ডান্ডা আছে । নাতি: আচ্ছা দাদু বলতো আইন কোন লিংগ ? দাদু : এবার দাদু একটু ভেবে বললো স্তী লিংগ নাতি:কেমনে ? দাদু:কারণ আইনের ফাঁক আছে । আইনের এই ফাঁক দিয়েই একের পর এক পার পেয়ে যাচ্ছে অপরাধিরা । একে বারে যেন ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।

তা না হলে সাগর-রুনির হত্যাকারীরা এখনো ধরা পরছে না এটা ভাবতেই অবাক লাগে । সুইডেন আসলাম,এশরাদ শিকদারের মতো ইতিহাস সৃষ্টিকারী অপরাধীদের পুঁলিশ ধরতে পারলো আর সাগর-রুনির হত্যাকারীদের ধরতে পারছেনা মেনে নিতে বড় কষ্ট হয়। রামুর বৈাদ্ধ বিহারে যা হলো তা তো সারা দেশবাশীকে অবাক করেছে। আইনের ফাঁক দিয়ে হয়তো এরাও পার পেয়ে যাবে । অনেক কাঠ খড় পুরিয়ে অবশেষে ধরা পরেছে ব্যাংক ডাকাত তানভীর ।

না যানি কবে আইনের ফাঁক দিয়ে জেল হতে বের হয়ে বুক ফুলিয়ে ঘুরে বেরাবে আর বলবে টাকা থাকলে সবই হয়। আজকাল চাকরীর জন্য পরীক্ষার নামে প্রশ্ন ফাঁসের যে কারবার চলছে তা দেখার যেন কেউ নেই। এই সব দূর্নীতিবাজদের হাত থেকে আমরা সাধারণ জনগন কবে মুক্তি পাব কেউ কি বলতে পারেন?আমাদের দেশে কবে সেই দিন আসবে যে দিন আইনের ফাঁক কোন অপরাধী আর বের হতে পারবে না । তেমন একটি দূর্নীতিমুক্ত দেশের স্বপ্নদেখি সব সময় । আদেৌ সেই স্বপ্ন পূরণ হবে কি ????????? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.