যে মানুষ তার চিন্তার ধাঁরা যতটা গভীরে নামাতে পারবে তার আবেগ ততোটাই কমে যাবে.. আর তখনি বাস্তবতা কি, তা তার কাছে স্পষ্ট হয়ে উঠবে.. ১.. যখন বাজে ছেলেটি আপনাকে ধরতে আসবে সোজা হয়ে দাড়ান যেন আপনিও তাকে জরিয়ে ধরার জন্য আগ্রহী.. ২.. তারপর সে যখন কাছাকাছি চলে আসবে আপনি নিচু হয়ে যান,সে ও মাথা নিচু করে আপনাকে দেখতে চাইবে.. ৩.. সাথে সাথে আপনি আপনার সমস্ত জোর খাটিয়ে তার থুতনি বরাবর মাথা দিয়ে এমন এক গুঁতা দিন যেন জিব্বা দাঁত অথবা থুঁতনি ফেটে ব্লাড ঝরে আর বুঝে মেয়েদের মাথা কি জিনিষ.. ৪.. গুঁতা খেয়ে সে সোজা হয়ে যাবে আর সাথে সাথে আপনার ডান পায়ের হাঁটু দিয়ে তার জায়গা মতো বসিয়ে দিন এক কিক..[আশা করি ছবিতে দেখতেই পাচ্ছেন কোন জায়গাটা] ৫.. সেই কিক এর চোটে তার জীবনের ফেলে আসা সৃতি গুলো চোখে ভাসবে আর নিচু হয়ে থাকবে কারন তার দম আটকে যাবে,সাথে সাথে আপনার কুনুই দিয়ে তার পিঠের ঠিক মাঝখানে একটা- ড্রিম.. ৬.. এইবার আপনার বাম পায়ের হাঁটু দিয়ে তার থুঁতনির নিচ থেকে উপর দিকে আর একটা কিক.. এইটা খেয়েই সে পড়ে যাবে এবং চোখে সরিষা ফুল দেখবে নয়তো দেখবে তার আশে পাশে ছোট ছোট কি জানি উরতেছে.. ৭.. না মায়া লাগলে চলবে না,তাকে আধা মরা না করলে সে উঠে আপনার উপর আক্রমণ চালাতে পারে তাই সে গড়াগড়ি খেতে থাকা অবস্থায় ডান পা দিয়ে তাকে ফুট বল মনে করে সিনা বরাবর আর একটা লাথি.. ৮.. ওই লাথির পর সে অপর দিক ঘুরবে এইবার উপর থেকে অপর দিকের সিনা বরা বর জোরে আর একটা খাড়া লাত্থি.. কমপ্লিট.. এইবার আপনি বাসায় চলে আসুন লাইক এ বস.. [আসুন অপহরণ এবং ইভ টিজিং মুক্ত দেশ গড়ি]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।