আমাদের কথা খুঁজে নিন

   

সকাল বেলায় ধরল পুলিশে!

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। সকাল বেলায় ধরল পুলিশে! খুব সকালে বাদুর বাসে ঝোলা হয়ে রওয়ানা দিই অফিসের উদ্দেশ্যে। ধোলাইরপাড় থেকে বোরাক নামক এক অতি আধুনিক বাসে রড ধরে ঝুলে সহযাত্রীদের পায়ের পারা খেয়ে পল্টনের মোড়ে গিয়ে নামি। ততক্ষণে ঘেমে জামা-কাপড়ের অবস্থা যা তা।

আজ পল্টনে নেমেই দেখি অনেক পুলিশ। হেটে হেটে একটু সামনে যেতেই হঠাৎ শুনি কে যেন আমাকে ডাকছেঃ এই শুনেন, শুনেন----। তাকিয়ে দেখি ওরে বাবা, পুলিশ! পুলিশ আমাকে ডাকছে! মনে বেজায় সাহস। এগিয়ে গেলাম। ঃকি কাজ করেন? কোথায় কাজ করেন? আমি বললাম।

পুলিশ মনে হয় বিশ্বাস করলেন। বললেনঃ ঠিক আছে , যান। আজ সকালে কোন এক সংগঠনের মিছিল ছিল। তারা হয়তো বা আমাকে দেখে তাদের কর্মী মনে করেছিল। আমি ঐ স্থান ত্যাগ করার ১৫/২০ মিনিট পরেই পিটুনি আর টিয়ার গ্যাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.