আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য সংকলন - ২

অণুকাব্য - ১১ আবার আসিবেন জীবনানন্দ দাশ, শালিকের বেশে হইলে সর্বনাশ, আকাশী দূষন পলকে বানাইবে লাশ। । [Friday 25th of December 2009 06:20:53 AM] অণুকাব্য - ১২ মাথার চুলে পাক, মাঝ বয়সের ডাক, রোবটরুপে যোগাই সময়ের খোরাক, বিনিময়ে সাদা চুল অথবা টাক। । [Wednesday 6th of January 2010 08:42:37 AM] অণুকাব্য - ১৩ রৌদ্র চুরির শিকার, ইট পাথরে লু্প্ত শীতের রোদের অধিকার।

। [Friday 8th of January 2010 06:05:12 AM] অণুকাব্য - ১৪ মেঘের ছদ্মবেশ, কুয়াশার প্রাতঃভ্রমন; ফের জীবনের হাবিজাবি, আবার Boring দিনের সমন। । [Saturday 16th of January 2010 08:16:10 AM] অণুকাব্য - ১৫ শৈত্য প্রবাহ, বাড়িয়ে দুবাহু, ভালোবাসিছে মোরে; ডাকিছে জীবন প্রতি ভোরে, কইতে পারিস কি করব রে? [Wednesday 20th of January 2010 08:17:44 AM] অণুকাব্য - ১৬ আমি মানুষের মত আশাবাদী, হাসিনা-খালেদার মত না; তাই সব ফুরোবার প্লাবনে মেকী আশ্বস্ত না। ।

[Thursday 21st of January 2010 09:07:58 PM] অণুকাব্য - ১৭ কাঙালপনা আছে, বাঙাল ভাতে-মাছে। । করি খাওয়ার ধর্ম পালন, আমি ভোজনপ্রেমিক লালন। । [Friday 12th of February 2010 03:52:49 AM] [ Details ] অণুকাব্য - ১৮ আগামীর রঙধনু, আজকের মেঘমালা; আশাবাদী মন, আয় ঝড় তান্ডব চালা।

। [Thursday 11th of March 2010 09:58:16 PM] অণুকাব্য - ১৯ Tick-এর উপর টক, ঘড়ীর কাঁটার নক; Weekend এরও end আছে ভাই, সেইটাই আসল shock। । [Saturday 13th of March 2010 03:32:18 AM] অণুকাব্য - ২০ একটা অপ্রাসঙ্গীক আলোচনা, কেউ নাকি আজকাল ভালো থাকছো না? যদি্ও হাসিমুখে বল ভালো আছি; ভিতরে দীর্ঘশ্বাস, এটা সামাজিক কানামাছি। ।

[Friday 26th of March 2010 05:35:55 AM] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।