আমাদের কথা খুঁজে নিন

   

আমার দোস্তের তেলেসমাতি। মাষ্ট রিড পোষ্ট।

আমাদের সময় ফার্মেসীতে ৩সেমিষ্টার মাইক্রোবায়োলজি পড়তে হত। এর মধ্যে ১ সেমিষ্টার ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি ২ সেমিষ্টার ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি পড়ার সময় আমার এক দোস্ত জোর করে তাদের বাড়ি নিয়ে গেল। বলে যাওয়া আসা সব ভাড়া আমার তুই চল। না করতে পারলাম না।

আসার দিন কয় দোস্ত আব্বার সাথে একটু কথা আছে তুই আয়। তোর আব্বার সাথে কথা আমি কিকরব?? কিচ্ছু না শুধু মাথা হালাইয়া জি জি করবি। তার বাবা এক জেলা শহরের সব চেয়ে বড় কাপড়ের দোকানের মালিক। প্রচুর বেচাবিক্রি। হেতে শুরু করল বয়ান, আব্বা আমিতো রেজাল্ট ভাল করতে চাই কিন্তু আমারতো মাইটোকন্ড্রিয়া নাই............... আমি কই ব্যাটায় কয় কি?? তারপর আমারে দেখায়দিয়া কয় ওর জাপানি মাইটোকন্ড্রিয়া আছে।

আপাতত আমার একটা চায়নিজ মাইটোকন্ড্রিয়া হলেই চলবে। এইবার ওর বাপ ক্ষেইপা গেল............... আমি কাপড়ের দোকান করতে পারি তোর কোন অভাব রাখচি?? আগে কইলি না কেন?? চায়না মাইটো টাইটো কেননের কাম নাই একেবারে জাপানি ভালটাই কিনিস। জাপানী মাইটোকন্ড্রিয়া কেনা বাবদ কত টাকা নিয়েছে সেটা নাই বা বললাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.