আমাদের কথা খুঁজে নিন

   

টাকা লাগবে না, একটা ব্যাগ রক্ত লাগবে!

আমি একজন নিরাপদ ব্লগার আপডেটঃ ঢাকা শহরের কয়েকটি রক্ত প্রদানের পয়েন্টঃ ১। শাহবাগ গণজাগরণ মঞ্চ। ফোন: ০১৭১৭৬৪৩২০৫, ০১৯২৫১৫০২০৪ ২। টিএসসি। ফোন: ০১৭১১০২৫৮৭৬ ৩।

বুয়েট। ফোন: : ৮৬২৯০৪২, ০১৭১১০২৫৮৭৬, ০১৯১৭২৬৪১৫, ০১৯১২০৮২৯১৯ ৪। ঢাকা পঙ্গু হাসপাতাল। ফোন: ৯১১৪০৭৫, ৯১১২১৫০, ৯১১৪৭৫ ৫। সন্ধানী (ঢাকা মেডিকেল কলেজ ইউনিট)।

ফোন: ৯৬৬৮৬৯০, ৯১১৪০৭৫ ৬। সন্ধানী (বাংলাদেশ মেডিকেল কলেজ ইউনিট)। ফোন: ৯১২৪৬১৯, ৯১১৮২০২ এক্স: ৪৩০ ৭। সন্ধানী (ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ইউনিট)। ফোন: ৯১২৪৩৫৩, ০১১৯০১৫১৪৮০ ৮।

রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাঙ্ক। ফোন: ৯১১৬৫৬৩, ৮১২১৪৯৭ ____________________________________________________ সাভারে রানা প্লাজা ধ্বসে পড়ার কারনে প্রচুর লোক আহত হয়েছেন। আহত লোকদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন । সব গ্রুপের রক্তই দরকার। যদি কেউ রক্ত দিতে আগ্রহী কিংবা সমর্থ থাকেন অনুগ্রহ করে যোগাযোগ করুনঃ এনাম মেডিকেল কলেজ ৯/৩, পার্বতী নগর, থানা রোড, সাভার (ঢাকা থেকে যেতে গেন্ডা পার হয়ে থানা স্ট্যান্ডে নামলেই এনাম মেডিক্যাল যে কেউ চিনিয়ে দিবে বা নিজেই দেখতে পারবেন।

আর যারা জাহাঙ্গীরনগরের দিক থেকে আসবেন তাদের সাভার স্ট্যান্ড পার হয়ে ঠিক পরের স্ট্যান্ডটাই থানা স্ট্যান্ড। দুর্ঘটনাস্থল থেকে এনাম মেডিক্যাল এর দুরত্ব সর্বোচ্চ দশ মিনিট) মোবাইলে যোগাযোগ করুন এই নম্বরগুলোতেঃ মোবাইলঃ ০১৬৮১২১২৭৭৭ (রক্ত-এনাম মেডিকেল কলেজ) ০১৭১১৫৪৪৫৪৪ (তাসলিমা), ০১৯২৩৩৩৭০১০ (তুহিন) যাঁদের পক্ষে সাভারে পৌঁছে রক্ত দেয়া সম্ভব হচ্ছে না, তাঁরা দয়াকরে শাহবাগে প্রজন্ম চত্বরের মিডিয়া সেলে রক্তদানে এগিয়ে আসুন। এখানে সংগৃহীত রক্ত সর্বোচ্চ দ্রুততার সঙ্গে আহত শ্রমিকদের কাছে কিছুক্ষণ পরপর পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে। মেডিকেল টীমের সাথে যোগাযোগঃ ০১৭১৭৬৪৩২০৫ (ডাঃ উজ্জ্বল) ০১৯২৫১৫০২০৪ (সাগর) শ'য়ে শ'য়ে লোক আহত হয়ে মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছে, আপনার একটা ব্যাগ রক্ত একটা মানুষকে মৃত্যুর দুয়ার থেকে টেনে আনতে পারে। যার যার যায়গা থেকে সাধ্যমত সাহায্যে এগিয়ে আসুন... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.