১ তুমি হয়তো জানিবে না,হয়ত কখনো শুনিবে ও না। হয়ত কেউ গুঁড়িয়ে তোমার পথ এর ধূলায়ে । তাকে হয়তো কোন দিন দেখবে ও না...সে হয়তো কিছু ই বলতে পারেনি তমাকে। তার সব ভাষা যে তোমাতে হারাএ। সে হয়তো আমি না.........আমি হয়তো জানি ও না সে কে!
২ কিছু কিছু স্মৃতি থাকে যা আমাদের জোঁকের মত আঁকড়ে ধরে বসে থাকে, আর কিছু কিছু স্মৃতি থাকে যাকে আমরা জোঁকের মত আঁকড়ে ধরে বসে থাকি।
৩ পথিক পরান চল, চল সে পথে তুই
যে পথ দিয়ে গেছেরে তোর বিকেল বেলার জুই।
৪ আমি তোর মজনু ছিলাম
তুই আমার লাইলী
বিশ বছরের যৌবনে তুই
ভ্রমর হইয়া আইলি!
৫ স্বপ্ন মানে পাশে থাকা।
৬ ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি
শূন্যে খুড়োর কল , সব মিথ্যে আহামরি !
একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙ্গা চিত্কার
অন্য গানের সুর, তোর অদ্ভুত এ অহংকার !................
৭ দিরহাম দৌলত দিয়ে ক্রীতদাস কেনা যায়। বান্দি কেনা সম্ভব । কিন্তু - কিন্তু ক্রিতদাসের হাসি না-না-না।
................................................
হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি।
৮ আর কি হবে এমন জনম লুটবি মজা মনের মতন
বাবার হোটেল ভাঙবে যখন খাবি তখন কার বা শালে।
গুণে পড়ে সারলি দফা করলি রফা গোলেমালে।
ভাবলিনে মন কোথা সে ধন ভাজলি বেগুন পরের তেলে...
ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস থেকে সংগৃহীত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।