আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্কৃতকারীরা প্রকৃতপক্ষে পুড়িয়ে দিয়েছে বাংলাদেশের হৃদয়

আমি ঈশ্বর নই ভগবান নই, নই যে মানব স্রষ্টা, আমি স্বাধীন শুধু স্বাধীন, এক ক্ষুদ্র স্বপ্নদ্রষ্টা । । মীর আব্দুল আলীম : কক্সবাজার ও চট্টগ্রাম জেলার কয়েকটি স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতির ঘটনায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি দোষারোপ করছে। দেশের মর্যাদার প্রশ্নেও এ মুহূর্তে দল দুটির বাচালতা, হুংকার, দোষাদুষি, আর কাঁদা ছোড়ার নগ্ন প্রতিযোগিতা দেশবাসীকে হতবাক করেছে। কোথায় হাতে হাত মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে তা না করে দেশের বড় দুই রাজনৈতিক দলেরর দায়িত্বশীল নেতারা এখন ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে।

স্বীকার করতেই হবে, এই ঘটনায় ওই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর একটা আঘাত লেগেছে। কক্সবাজারের রামু ও উখিয়ায় বৌদ্ধবিহার, মন্দির ও বৌদ্ধপল্লী শুধু নয়, দুষ্কৃতকারীরা প্রকৃতপক্ষে পুড়িয়ে দিয়েছে বাংলাদেশের হৃদয়। এ বিপজ্জনক নাশকতায় সভ্যতা কলুষিত হয়েছে। বাংলাদেশের দীর্ঘকালের ঐতিহ্য ধর্মীয় সম্প্রীতি, পরমত সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধ ভূলুণ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে এ আঘাত সারিয়ে তোলার কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের হাওলা করা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং পরিস্থিতি পূর্বাবস্থায় ফিরিয়ে আনা এ মুহূর্তে অতি জরুরী। এখানে কাল ক্ষেপনের সুযোগ মোটেও নেই । -akhonsamoy ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।