আমাদের কথা খুঁজে নিন

   

অন্যের ধর্মের ক্ষতি নয়, দুষ্কৃতকারীরা আসলে কলংকিত করে নিজেদের ধর্ম।

অন্যের ধর্মের ক্ষতি নয়, দুষ্কৃতকারীরা আসলে কলংকিত করে নিজেদের ধর্ম। বৌদ্ধধর্মাবলম্বীদের উপর এ বর্বরোচিত হামলা গোটা জাতি তথা সভ্যতার জন্য কলংকজনক ঘটনা। দুষ্কৃতকারীরা নিরীহ মানুষদের ফাঁসাবার জন্য ফেসবুকের অপব্যবহার করেছে। যারা ধর্মের দোহাই দিয়ে নিজেদের বড় মনে করে তারা আসলে নিকৃষ্ট প্রকৃতির মানুষ। জাতি হিসাবে এটা আমাদের জন্য অত্যান্ত লজ্জার। যে মহানবি (সাঃ) তার হাটার পথে প্রতিদিন কাটা বিছিয়ে রাখা নারীকে কখনও একটা কটু কথাও বলেনি বরং একদিন সেই পথে কাটা না পেয়ে সেই মহিলার খোজ নিতে তার বাড়ীতে হাজির হন আর আমরা সেই নবীর উম্মতরা তার অবমানার জবাবে অন্যের বাড়ীতে আগুন লাগাই, অন্যের জীবন বিপন্ন করি। এটাই কি ইসলামের শিক্ষা ??? একটা অন্যায়ের প্রতিবাদ কি আর একটা অন্যায় দিয়ে করতে হবে ????? কুকুর মানুষকে কামড়াতে পারে But মানুষের কি কুকুরকে কামড়ানো সভা পাই !!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।