আমাদের কথা খুঁজে নিন

   

দেশে ফেইসবুক জোয়ার কোনদিকে?

খোলা মনের মানুষ এখনকার ইন্টারনেটের যুগে ফেসবুক ব্যাবহার করে না এমন ইন্টারনেট ব্যাবহারকারির সংখ্যা এখন নাই বললেই চলে। ফেসবুকের কল্যানে মানুষ দিনে দিনে সামাজিক হচ্ছে ! কোন কিছু হলেই ফেসবুকে বার্তা দেয়া যায়। কারো জন্মদিনে এখন আর কষ্ট করে দেখা করে শুভেচ্ছা বিন্মিয় করা লাগে না । ফেসবুকে H.B.D লিখে দিলেই হয়,অনেক সময় এবং কিছু অর্থ বেচে যায় আর ফেসবুকচ্যাটিংতো আছেই ফেসবুক অধিকাংশ নব্য ইন্টারনেট ব্যাবহারকারি ইন্টারনেট বলতেই ফেসবুক চিনছে। প্রথমেই ফেসবুকে নিবন্ধন করে তারপর বন্ধু বানানো শুরু ।

বন্ধুত্ব কি এইভাবে আয়োজন করে বলে-কয়ে হয়? হয়তো হয় । ছোট ছোট ছেলে-মেয়েরা এখন ফেসবুক ব্যাবহার করছে এবং এই পরিবেশের সাথে পরিচিত হচ্ছে। বন্ধুদের সাথে ফেসবুকের মাধ্যমে আড্ডা দেয়া শিখছে। বন্ধুরা এক সাথে বসে আড্ডা দেয়া, সুজোগ পেলেই একটা ঘুসি মেরে বসা, চায়ের বিল কে দিবে সেইটা নিয়ে কিছুক্ষন চেচামেচি করা এই গুলা থেকে পুরোপুরি বঞ্ছিত হচ্ছে। ফেসবুকের মাধ্যমে বন্ধুর প্রতি ভালবাসা প্রদর্শন করা এখন আমাদের সামাজিকতার অংশ।

আমি এই সামাজিকতার পিছনে ভাল কোন দিক খুজে পাচ্ছি না । ফেসবুক ব্যবহার খারাপ তা বলছি না,ফেসবুকের মাধ্যমে সত্যিই পুরনো অনেক বন্ধুকে খুজে পাওয়া যায়। কিন্তু আমরা ফেসবুকে যা করছি সেটাকে কি সুস্থ বিনোদন বলা যায়??? *নিজের কিছু চিন্তা-ভাবনা গুলোই লিখে প্রকাশ করলাম। চিন্তা ভাবনায় ভুল থাকতে পারে। ভুল গুলোই খুঁজছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.