আমাদের কথা খুঁজে নিন

   

বীরবল এবং কালো বিড়াল

পৃথিবীতে অনেক মানুষ। সবারই দুটি চোখ কিন্তু এদের বেশিরভাগই অন্ধ। বীরবল তার যমানায় সম্রাট আকবরের দরবারে বড়ই বেরসিক সময় কাটিয়ে গেছে। ওই যমানায় তো এত বিনোদনের খোরাক ছিলো না। চলুন তো দেখি,,, বীরবল যদি বর্তমান সরকারের দরবারে থাকতো তাইলে কি হতো.... সরকার প্রধান বীরবলের উদ্দেশ্যে- “হে বীরবল, আমার সরকারের বিভিন্ন দফতরে তো কালো বিড়াল আছে, কিন্তু একটি বিড়াল বারবার বের হয়ে যাচ্ছে কেন? জনগণ তো এই কালো বিড়াল সম্পর্কে জেনে গেলো।

” বীবরল তার আইফোন-৫ থেকে চোখ তুলে সরকার প্রধানের দিকে তাকিয়ে বললো, - জাঁহাপনা। কোনো বিড়াল বের হয়নি, জনগণও কিছু জানেনি। - আশ্চর্য এ তুমি কি বলছো, ব্যাখ্যা দাও। - জাঁহাপনা, বিড়াল বের হয়নি, বিড়াল নিউটনের প্রথম সূত্র মোতাবেক অভিকর্ষ বলের কারণে পড়ে গিয়েছে। বেরিয়ে যাওয়া তখনই বলা হবে যখন তা স্বেচ্ছাকৃতভাবে বেরিয়ে আসবে অথবা ছেড়ে দেয়া হবে।

আর জনগণ কিছুই জানেনি, কারণ আমাদের সুযোগ্য দুদক নামক মশক নিধন কোম্পানী জনগণকে যথাযথ ব্যাখ্যা দিয়েছে যে, ইহা শুধু নিউটনের সূত্রে বাস্তবায়ন হয়েছে। ইহা কোনো কালো বিড়াল নয়। ইহা বিড়ালের খেয়ে ফেলে দেয়া ইদুরের অবশিষ্টাংশ। বিড়াল তার যথা অবস্থানেই আছে। আর আপনার জনগণ এখনও ব্লাক হর্স, টাইগার, স্পিড নামক ফিডার খায়।

এরা এত জটিল বিষয় বুঝে না। বীরবলের ব্যাখ্যায় সরকার প্রধান বড়ই পুলকিত হইয়া ঘোষণা করিলেন...... “ হে রেল সচিব। আপনি বীরবলের নামে পূর্ব রেলের ২০ বিঘা জমি লিখিয়া দিন। ” ....... ....... ইহা শুনিয়া বীরবল মুচকি হাসিয়া আবার তার আইফোন-৫ এর দিকে মনোনিবেশ করিল। ...... ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।