আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলংকার কলম্বোতে বাংলাদেশ দূতাবাসে বৌদ্ধ ভিক্ষুদের জঙ্গি হামলা ।

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে শ্রীলংকার কলম্বোতে বাংলাদেশ দূতাবাসে পানির বোতল ও ইট ছুড়ে মেরেছে কয়েকজন বৌদ্ধ ভিক্ষু জঙ্গি । কলম্বোয় বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ৪টার দিকে বাংলাদেশ দূতবাসে বৌদ্ধ ভিক্ষু জঙ্গি রা প্রতিবাদলিপি জমা দিতে আসে। এ সময় চার-পাঁচজন লোক ভবন লক্ষ্য করে পানির বোতল ও ইটের টুকরা ছুড়ে মারে।

ইটের আঘাতে জানালার একটি কাচ ভেঙে যায়। হাইকমিশনার জানান, ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে। গত দুই দিন ধরেই বৌদ্ধ ভিক্ষুরা প্রতিবাদ জানিয়ে আসছিল বলে সুফিউর জানান। বৃহস্পতিবার সকালেও ভিক্ষুদের একটি দল দূতাবাসে প্রতিবাদলিপি দিয়ে যায়। বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

শ্রীলংকার অনলাইন সংবাদপত্র কলোম্বো গেজেট বৃহস্পতিবার জানায়, শ্রীলংকা সরকার বাংলাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের ছুঁতোয় মৌলবাদী কয়েকটি সংগঠন অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে বলে আশংকা করেছিল। এদিকে কলোম্বোর মুসলমান সংগঠনগুলো বুধবার বাংলাদেশে বৌদ্ধ মন্দিরে হামলার নিন্দা করেছিল।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.