ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন। বাংলাদেশে কি যোগ্য লোকের খুব বেশী অভাব? স্কুলের শিক্ষক হবার মতো যোগ্য কোন লোকও কি নেই এদেশে? অথচ শুনি দেশে লাখ লাখ তরুণ বেকার। আমার মনে এই প্রশ্নটির উদয় হত না। কিন্তু যখন শুনলাম , ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের জন্য ৩ জন শিক্ষক নেয়া হবে অন্য দেশ থেকে। এক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে শ্রীলংকাকে। শ্রীলংকার পত্রিকাতে লাখ টাকা খরচ করে আবার নাকি বিজ্ঞাপনও দেয়া হয়েছে। এই সব পদে বেতন দেয়া হবে প্রায় ১৫০০ ডলার করে প্রতি মাসে। দেশের টাকা যে কেবল মোবাইল কোম্পানীরাই নিয়ে যাচ্ছে তাই নয় অন্য দেশের লোকের হাতে আমরাই তুলে দিচ্ছি আমাদের টাকা। নইলে ৩ জন শিক্ষক হবার মতো লোক কি নেই এদেশে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।