আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেইন মুশফিকুর রহিম সুদূর বগুড়া থেকে নিজ হাতে দই নিয়ে এসেছিলেন আমাদের জন্য

নিজেকে আপডেট রাখুন চাকরি জীবনের প্রথম দিন তাই তেমন কাজ করতে দিলেন না আমদের CEO; বললেন, SEO মার্কেট নিয়ে রিসার্চ করতে। সারা দিন গুগল আর ফেসবুক নিয়াই পার করতে লাগলাম লাইফের প্রথম অফিসিয়াল দিন। টুকটাক রিসার্চ করতে করলাম, বিকেলে হঠাত করে ডেভসটিম ফ্যামিলির সবাই মিলে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল এবং মিষ্টি খাওয়াল। পুরাই সারপ্রাইজড হলাম। রাতে আমাদের CEO কনগ্রেটজ জানাল আমাকে কারন একটা নতুন প্রোজেক্ট পেয়েছি তাও আবার আমি প্রোজেক্ট ম্যানেজার।

নিজেকে লাকি ভাবতে কার না ভাল লাগে। যথারীতি দ্বিতীয় দিনে অফিসে এসে নতুন প্রোজেক্টের জন্য কাজ করা শুরু করলাম। দুপুরের পর সুমন ভাই এর নির্দেশনায় কাজে যেন এক অভূতপূর্ণ গতি এবং মজা পেলাম। অনেক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সুমন ভাইয়ের দেওয়া কাজ গুলো করে দিলাম। ওয়াও বলতেই ভাল লাগছে আজকে অফিসে ৪এমবিপিএস স্পিড এর নেট কানেকশন নেয়া হল, অবশ্য আগে থেকেই আবেদন করা ছিল।

হঠাত ডেভসটিম এ একটু শোরগল, বগুড়া থেকে আমাদের কোন স্টুডেন্ট দই নিয়ে আসছে। বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেইন মুশফিকুর রহিম, বড় ভাইয়ের নির্দেশে আজ সেই সুদূর বগুড়া থেকে নিজ হাতে দই নিয়ে এসেছিলেন আমাদের জন্য, সত্যি মনটা ভালো হয়েগেলো। যদিও উত্তরার পর থেকে উনার বড় ভাই আমাদের ব্লগিং ও এফিলিয়েশন ২য় ব্যাচের ট্রেইনি মোঃ মোসাদ্দেকুর রহিম নিয়ে এসেছেন। সত্যি খুব ভালো লাগছে। মোসাদ্দেকুর রহিম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ডেভসটিম এ দিনগুলো খুব উপভোগ করছি। বিঃ দ্রঃ ছবি আপলোড দিতে প্রবলেম হচ্ছে তাই দিতে পারলাম না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.