কি হইতাসে এই দেশে ???
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন একের পর এক গুলি ছুড়েছেন এভাবেই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মিডিয়ার কল্যানে আমরা দেখতে পাই সেখানে ছাত্ররা গুলি করে একে অপরকে আহত করছে।
প্রথম আলো গতকাল শিরোনাম করে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, গোলাগুলি
পুলিশের সামনেই অস্ত্র হাতে ছাত্রলীগ
ঐ রিপোর্টে বলা হ্য় ৫০ টিরও বেশি গুলি ছোরা হয়। শিক্ষাংগনে এরকম প্রকাশ্যে অস্ত্রধারণ কারীদের বিরুধ্যে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন ????
পড়াশুনা করতে গিয়ে অস্ত্রচালনা শিখে দেশের বারটা বাজাইতাসে আর আমরা এইদিকে বইসা মুড়ি খাইতাসে। এই সবটিরে ধইরা অগ গরম দিমের থেরাপি দেওয়া উচিত।
আমি আশ্চর্য হয়ে যাই খবর দেখে যে শিবিরের ৫ জনরে গ্রেফতার করা হইছে। আরে আমরা তো দেখলাম আরও বেশি পোলাপান অস্ত্র দিয়ে গুলি করছে।
সবাই জানে যে সবটি মাদারছেলেরা ছাত্রলীগের , আর ধরছে শিবির।
আরে আমরা জনগণ কি ভোদাই??? মাননীয়া নিজে একজন ভোদাই বলে অন্যদেরও ভোদাই ভাবেন।
যারা প্রকাশ্যে গুলি করে, পিস্তল রামদা নিয়ে মহড়া দেয় তাদের গ্রেফতার করা হবে না কেন ??
??
রাজশাহীর পুলিশ সুপার কি থানায় বসে ব্লু ফিল্ম দেখে হাতের কাজ চালাইতাসে ???
মনে রাইখেন এস পি সাহেব এবং সবাই যদি এদের ছেড়ে দেন তাহলে এই গুন্ডা গুলাই তোমার পশ্চাদ দেশে অস্ত্র চালাইবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।