আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেটের মুল্য কমাতে আপনার মতামত দিন BTRC কে

তাশফী মাহমুদ আমি কালকেই মেইল করেছি । যদি কারো মেইল লেখার ইচ্ছা না থাকে তাহলে আমার লেখা মেইল টি কপি পেস্ট করে পাঠিয়ে দিন । অর কেউ যদি কেউ কোন পেজের মডারেটর বা আডমিন থাকেন তাহলে এই পোস্ট নিয়ে নিজের পেজে পোস্ট করে দিবেন আশা করি । ------------------------------------------------- মেইলঃ -------------------------------------- "গত আট বছরে কয়েক ধাপে ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্য মেগাবাইটপ্রতি ৭২ হাজার টাকা থেকে আট হাজার টাকায় কমিয়ে আনা হলেও মোবাইল ইন্টারনেট গ্রাহকদের কাছ থেকে সেই আগের মতোই উচ্চ হারে চার্জ আদায় করা হচ্ছে। ২০০৪ সালে মোবাইল ফোন গ্রাহকদেরথেকে ইন্টারনেট সেবার চার্জ আদায় করা হতো প্রতি কিলোবাইটে দশমিক শূন্য ২ পয়সা।

আট বছর পর আজও সেই রেট অপরিবর্তিত রয়েছে। মোবাইল ফোন অপারেটররা তাদের পি-১ প্যাকেজে একই হারে চার্জ আদায় করে যাচ্ছে। বিশ্ব যেখানে 4G-3g তে মাতামাতি । সেখানে সোনার বাংলা এখনো ২জি তে ঝুলছে । তারপর আবার ডাটার দাম নাগালের বাইরে ।

১জিবির দাম ৩৫০ এবং আনলিমিটেড ডাটা ১০০০টাকা পড়ে যায় । এ থেকে বোঝা যায় সোনার বাংলা ডিজিটালের পথে যাচ্ছে না । অথচ অন্যান্য দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে ৩জি নেটয়ার্ক আমাদের অর্ধেক খরচে চালাচ্ছে । পাশের দেশটাকেই দেখুন ভারত আমাদেরকে দেখায দেখায় কত কম খরচে ৩জি নেটয়ার্ক চালাচ্ছে । আপনারা যদি ৩জি দেশে এভিলেবল না দিতে পারেন তাহলে দয়া করে ২জি নেটওয়ার্ক এর ডাটার মূল্য ৩ভাগের ১ভাগ করুন ।

। যেমনঃআনলিমিটেড প্যকেজ ভ্যাট সহ ১০০০ টাকা থেকে ৩৫০টাকায় আনা হোক । তাহলে সোনার বাংলা ডিজিটালের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে । আমাদের দাবি গুলো হোল- ১। ইন্টারনেট প্যাকেজ থেকে ভ্যাট প্রত্যাহার করা উচিত ।

২। ১জিবি সর্বচ্চো ১০০ টাকা করা, ৫১২কেবিপিএস স্পীড আনলিমিটেড প্রতিমাসে ৩৫০টাকা করা । (ডাউনলোড ১২ জিবি সীমিত করণ নইলে অহেতুক প্রতি রাতে ডাউনলোড দিয়ে অনেকেই ঘুমাতে যাবে ! বা স্পীড ৬৪ কেবিপিএস দিয়ে আনলিমিটেড দিতে বলুন। তাহলে আর কেউ সারা মাসেও ১২ জিবি ডাউনলোড করতে পারবে না। আর আনলিমিটেড কথাটারো কোন প্রতারণা থাকলনা।

) ৩। অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সাথে ব্যবহারের সুযোগ প্রদান করা । ৪। ইন্টারনেট স্পীড কমপক্ষে ৫১২কেবিপিএস বাধ্যতামুলক করা । ৫।

ভিওপি উন্মুক্ত করা । ৬। ছাত্র/ছাত্রীদের জন্য ৩০০/-টাকায় মাসিক ষ্টুডেন্ট প্যাকেজ চালু করা । ----------------------------------------------------------------------------------------------- উপরের মেইলটি copy-paste করে মেইল করুন নিচের ২ টি মেইলে- v.bd ও .bd আগামী ১০ অক্টোবর পর্যন্ত গণশুনানি বা গ্রাহকদের মতামত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। তার মানে আমরা ১০ অক্টোবর পর্যন্ত এই মেইলটি যতবার খুশি ততবার মেইল করতে পারবো, যত বেশি মেইল করা যাবে ,তত বেশি দাবি পূরণের আশা করা যায়।

ইন্টারনেটের মুল্য কমাতে আপনার মতামত দিন BTRC কে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.