আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষাঙ্গনে অস্থিরতা । এভাবেই কি চলবে???

বকলম ব্লগ-- লোলদের জন্য অবারিত দ্বার ছোট বেলা থেকেই একটি প্রবাদ পড়ে আসছি "শিক্ষাই জাতির মেরুদন্ড" এই বিষয়ে দ্বিমত নেই কারো। আর শিক্ষা প্রদানের কাজটি করে থাকে শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকেই বের হবে ভবিষ্যতের কর্ণধার। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা । কিন্তু আমাদের শিক্ষাঙ্গন কতটুকু সুষ্ঠু ভাবে পরিচালিত হচ্ছে? দুইদিন পরপর সংঘর্ষ, অবরোধ, ছাত্রী নির্যাতন সব মিলে অস্থিতিশীল একটা অবস্থা বিরাজ করছে।

যা মোটেই কাম্য নয়। সরকারকেও দায়িত্বশীল কোন ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না। বরং দলীয় রাজনীতিতে সমর্থন দিয়ে যাচ্ছে সরকার। ছাত্র রাজনীতি থাকবেই তাই বলে সাংঘর্ষিক রাজনীতি গ্রহনযোগ্য নয়। এখন অভিবাবকেরা সন্তাদের পড়ালেখা করতে পাঠিয়ে শান্তিতে থাকতে পারেন না।

সাধারন কিম্বা নিরীহ কেউ রেহাই পায় না ধ্বংসাত্মক ছাত্র রাজনীতির কবল থেকে। সরকারের উচিত দলীয় সমর্থন না দিয়ে সাংঘর্ষিক রাজনীতি দমন করা। কিছুদিন বুয়েট নিয়ে নিয়ে আন্দোলন হল। আজকের খবরের কাগজে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা স্থগিত। এইভাবেই কি চলবে?? সরকারের উচিত শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।

শিক্ষা প্রতিস্থানের অবকাঠামোতে দলীয় সমর্থন না দেয়া ,নীরপেক্ষ পরিচালনা পরিষদ গঠন করা। পড়ালেখা করতে এসে শিক্ষার্থীরা যাতে নিরাপত্তাহীনতায় না ভুগে, আতঙ্কে না ভোগে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.