আমাদের কথা খুঁজে নিন

   

যে দেশে গুণীজন জন্মায় না!

........ Nobel Laureate Professor Muhammad Yunus addressed the audience of young people at the Global Poverty Project concert at Central Park in New York City on Saturday night, 29 September 2012. Artists Neil Young, Foo Fighters, The Black Keys, John Legend and many others performed at the event to raise awareness about global poverty. আর আমরা এই লোকটার সাথে কী আচরনটায় করছি! আপনার কী মনে হয় ছবির এতগুলা লোক কি ইউনুস সাহেবের গান শুনার জন্য জড়ো হয়েছে? না, তারা তার মুখ থেকে দু চারটা মুল্যবান কথা শোনার জন এসেছে। শুনেছি বাইরের দেশগুলোতে সেমিনারে ২৫০০/৩০০০ ডলার খরচে টিকিট কিনে 'ডক্টর ইউনুস'এর মূল্যবান বক্তব্য শুনতে যায়, আর আমরা?? ছবিটা দেখে খুব খারাপ লাগলো। যাক নতুন কিছু বলার নাই । দেশের ব্যাপারে কিছু ভাবতে গেলে রাগে, অভিমানে, লজ্জায় বাকরুদ্ধ হয়ে যাই। ইতিবাচক কোনকিছুই খুজে পাই না।

তারপরও, আমাদের সময় এইসব অরাজকতার মধ্যেই অতিবাহিত হচ্ছে। সবকিছুই সয়ে গেছে । কিন্তু, আমাদের অনাগত ভবিষ্যৎতের জন্য আমরা কী রেখে যাচ্ছি? আমার এক বন্ধু প্রায় বলতো, নিজের ছেলেমেয়েদের পারলে এমন দেশে জন্ম দেয়ার ব্যাবস্থা করবে যাতে, বাই বর্ন সেদেশের নাগরিক হয়ে যায়। বন্ধুর কথাটা তখন গুরুত্ব দেই নাই। কিন্তু এখন মনে হয় ও ঠিক ছিলো।

আল্লাহ সামর্থ দিলে নিজের বেলায়ও কথাটা চিন্তা করবো। যে দেশে গুণের কদর নাই, যে দেশে জান মালের নিরাপত্তা নাই, যেদেশের গুটিকয়ের মানুষের অপকর্মের কারনে সারা বিশ্বের কাছে মাথা হেট করে থাকতে হয়, যে দেশের কিছু মানুষ নিজের স্বার্থে যেকোন সময় দেশটাই বিক্রি করে দিতে পারে সেই দেশ আমার অনাগত সন্তানের জন্য অবশ্যয় নিরাপদ নয়। ক্ষমা করো ইউনুস ক্ষমা করো আবু সাইদ ! বাংলাদেশে গুণের কদর নাই তাই এদেশে গুণীজন জন্মায় না! এদেশে জন্মায় শুধু মাল আর মাল । প্রমান নিচের ছবিটা। আমাদের মাল মন্ত্রী মন্দির উদ্বোধন করতে গিয়ে মুনাজাত করছে।

হাউ ফানি ! ছবিগুলা এফবি থেকে নেয়া।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.