সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া পুষ্প বিষাদ যবনিকা পতন, জীবন মজে খেলিয়া হরতন; দেখিয়া স্বপ্ন স্তব্ধ পুরাতন, উড়িয়া যায় দুঃস্বপ্ন কেতন। ভাবিয়া ভাবুক চিরন্তন, আজন্ম সুরে ভাসে লালন; ধরণীর তরে নীলাকাশ, জীবনের তরে সর্বনাশ। কালের আঁধার অধিকরণ, ঐ দেখা যায় আলর নাচন; উহার তরে জীবন মরণ, ধর্ম কর্ম ছন্দ পতন। গগন জুড়িয়া বহে মেঘ ক্রন্দন, তাহার তরে মানব আত্নসমর্পন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।