আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ আত্নসমর্পন

I’m only an every-day sort of man এক আশ্চর্য রাত ছিলো কাল নক্ষত্রেরা জেগে উঠেনি আকাশের একাকীত্ব ভাগ করে নিতে। অনেকক্ষন জেগে যখন ঘুমিয়ে পড়লাম বহমান কোন বাতাস ছিলোনা, দূরের মৃতপায় নক্ষত্রের দিকে চেয়ে কেউ দীর্ঘশ্বাস ফেলেনি। এক জ্যোৎস্নাহীন নিশ্চুপ রাত ছিলো কাল নিজের সাথে কথপোকথনেও বেড়ে উঠছিলো বিরক্তি। দেয়ালে পা ঠেকিয়ে জেগেছিলাম যখন, রাতের গভীরে অনিশ্চয়তার কাছে অসহায়। কাল রাতে আমি অসহায়ত্বের কাছে আত্নসমর্পন করেছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।