আমাদের কথা খুঁজে নিন

   

ভেনেজুয়েলার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র : ওবামা

ভেনেজুয়েলার নবনির্বাচিত প্রেসিনডেন্ট নিকোলাস মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করেন কি না এমন এক প্রশ্নের জবাবে ওবামা এই কথা বলেন।
মেক্সিকো সফরে ইউনিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘আমি মনে করি সারাবিশ্বই দেশটিতে বিরোধীপক্ষের ওপর চালানো সহিংসতা, দমন-পীড়ন প্রত্যক্ষ করছে।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি এবং আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি হচ্ছে, ভেনেজুয়েলার জনগণই নির্বাচনের মধ্যদিয়ে তাদের নেতা নির্বাচন করবে।’
চলতি বছরের এপ্রিলে ভেনেজুয়েলায় নির্বাচনে সামান্য ব্যবধানে জয়ী হন নিকোলাস মাদুরো। এ বছরের শুরুর দিকে মাদুরো অভিযোগ করেছিলেন, ভেনেজুয়েলায় আতঙ্ক ছড়ানো এবং অভ্যুত্থান ঘটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেসকে হত্যার চেষ্টা চালাচ্ছে।
মাদুরোর রাজনৈতিক গুরু ও পূর্বসূরী দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ যুক্তরাষ্ট্রের শীর্ষ সমালোচক বলে পরিচিত ছিলেন।
১৪ এপ্রিল ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক পরদিন থেকেই বিরোধীপক্ষের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৯ জন নিহত হয়েছে।
মাদুরো অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা ক্যাপ্রিলেসের তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।