আমাদের কথা খুঁজে নিন

   

পোশাকশিল্পের গুণগত মান বাড়ানোর পরামর্শ

বাংলাদেশ তৈরি পোশাকশিল্পে বিপ্লব ঘটিয়েছে। তাই এ শিল্পের গুণগত মান বাড়ানোয় কাজ করতে বিজিএমইএর নেতাদের পরামর্শ দিয়েছেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা।
আজ শনিবার বিজিএমইএ ভবনে সংগঠনের নেতাদের আহ্বানে এক মতবিনিময় সভায় সম্পাদকেরা এ পরামর্শ দেন। তাঁরা ভবিষ্যতে সাভারের ভবনধসের মতো দুর্ঘটনা এড়াতে বিজিএমইএর গৃহীত কর্মসূচির বাস্তবায়ন ও নজরদারি, শ্রমিকদের মজুরি বাড়ানো, শ্রম সংগঠন, শিল্পটির জন্য স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।
সম্পাদকেরা বলেন, কোনো ঘটনা ঘটলে বিজিএমইএসহ সরকারের বিভিন্ন সংস্থা কিছু কর্মসূচি নেয়।

প্রথম কিছুদিন কঠোরভাবে অনুসরণের পর পরিস্থিতি শান্ত হলে সবকিছু থেমে যায়। আসলে তদারকির ক্ষেত্রে ব্যর্থতার জন্যই দুর্ঘটনা ঠেকানো যায় না।
মালিকদের উদ্দেশে একাধিক সম্পাদক বলেন, ‘পোশাকশিল্পের বিকাশে শ্রমিকদেরই বড় অবদান। শ্রমিকরাই আপনাদের বিত্তবান বানিয়েছেন। তাঁদের মজুরি বাড়ান।

কর্মপরিবেশ ভালো করে আস্থার জায়গা তৈরি করুন। ’
সাভারের নিহত লোকজনের স্মরণে একটি স্মৃতিসৌধ ও রানা প্লাজার সম্পত্তি বাজেয়াপ্ত করে সেখানে বড় মার্কেট তৈরি করে ক্ষতিগ্রস্তদের মাঝে দোকান বণ্টনের পরামর্শ দেন সম্পাদকেরা। এ ছাড়া বিজিএমইএকে কারখানা পরিদর্শক নিয়োগ ও দক্ষ উদ্ধারকারী দল গঠন এবং মালিক ও শ্রমিকের মধ্যে মানবিক সম্পর্ক গড়ে তোলার তাগিদ দেন তাঁরা।
সভায় ইংরেজি দৈনিক ‘নিউ এজ’-এর সম্পাদক নুরুল কবীর বলেন, ‘অর্থমন্ত্রী সাভারের ঘটনাকে কোনো সমস্যা মনে করছেন না। কিন্তু এর মধ্যেই ডিজনি ওয়াল্ট বাংলাদেশ থেকে পোশাক না কেনার সিদ্ধান্ত নিয়েছে।

আসলে এত বড় ঘটনার পর সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা এমন কথা বললে বিদেশিরা ধরেই নেন যে এই সমস্যার কোনো সমাধান হবে না। ’
‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘সরকার পোশাক শিল্পের বিকাশে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। তার বিনিময়ে দেশের মানুষকে কী দিচ্ছে তারা। এই যে বিরাট ক্ষতি হয়ে গেল, তার দায়দায়িত্ব কে নেবে?’
পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর কথা বলে আব্দুল কাইয়ুম আরও বলেন, ‘আমরা মুনাফা করছি। শ্রমিকদের প্রাণবায়ু নিয়ে নিচ্ছি।

তার পরও কেন বাংলাদেশে সবচেয়ে কম মজুরি দিতে হবে?’ তিনি বলেন, ‘শ্রমিকদের দিতে পারলে তারাও দেবে। জিনিসপত্রের দাম বেড়েছে, মালিকদের মুনাফা বেড়েছে—এসব হিসাব করে তাদের বেতন বাড়ানো উচিত। ’
সমিতির সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন ‘ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর কনসালটিং এডিটর জগলুল হায়দার, ‘মানবজমিন’-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ‘আমাদের অর্থনীতি’র সম্পাদক নাঈমুল ইসলাম খান, ‘কালের কণ্ঠ’-এর সম্পাদক ইমদাদুল হক মিলন, ‘বণিক বার্তা’র সম্পাদক হানিফ মাহমুদ প্রমুখ। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।