আর সবার মতোই আমি একজন সাধারণ মানুষ, তবে ভাল কিছু করতে চাই। যে দেশের অর্ধেকের বেশী মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, যাদের অনেকের নিজের ভিটা নেই, অনেকে বলে একটা ভিক্ষুকেরও নিজের বাপের ভিটা আছে তারপরও এখনও অনেক সম্ভ্রান্ত পরিবার পাওয়া যাবে যারা সকলের সম্মান নিয়ে সারাটা জীবন জীবনযুদ্ধ করে ভাড়া বসায় বসবাস করছেন....... তাদের সন্তানেরা কি স্থায়ী ঠিকানা নেই বলে কোন চাকুরী করতে পারবেন না? আররে ভাই, যারা দুর্নীতি করে (সম্প্রতি ঘটে যাওয়া ব্যাংক ক্যালেংকারী গুলো), আশা করি তাদের সকলের চাকুরী প্রবেশের সময়কালে স্থায়ী ঠিকানা রাখা হয়েছিল। কই? কয়টাকা ক্ষতিপূরণ বা অর্থের পুনরুদ্ধার করা গেল? কিসের উপকার করল সেই স্থায়ী ঠিকানা? মূল কথাকি তবে এটাই আপনি চাকুরী প্রার্থী হলে আপনাকে আগে অবশ্যই বাড়ী বানিয়ে আসতে হবে। লাভ কি সেই স্থায়ী ঠিকানার যা ক্ষতিপূরণে কোন ভূমিকা না রাখতে পারে? চাকুরীপ্রার্থীর যদি জায়গা জমি থাকেই তবে সে কারও দরজায় কড়া নাড়বে কেন? সমাজে এখনও অনেক পরিবার পাওয়া যাবে যারা সৎ, পরিশ্রমী, সকলের সম্মানিত কিন্তু স্থায়ী ঠিকানা তৈরী করার সামর্থ্য নেই। তারা সংগ্রাম করছে, করবে ভালভাবে, সৎ উপায়ে সকলের সম্মান নিয়ে ভাল কোন সম্মানজনক কাজ করতে। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে এই স্থায়ী ঠিকানার বিষয়। যা দেখার কেও নেঈ........? বি:দ্র:"নেঈ" টা লেখকের ইচ্ছাকৃত সৃষ্ট। "নেঈ" এর জায়গায় "নেই" পড়তে অনুরোধ করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।