আমাদের কথা খুঁজে নিন

   

সংসদীয় স্থায়ী কমিটির আদৌ যৌক্তিকতা আছে কি ?



প্রায়শঃই দেখা যায় যে সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শ সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরিহার করেই চলছে। ভাবতে অবাক লাগে এই বেতনভুক আমলাগুলো এ সকল পরামর্শ গ্রহণে অবহেলা দেখায় কোন্ সাহসে ? যদি সংসদীয় কমিটির পরামর্শ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুর্বৃত্ত আমলাগুলো না মানার মত অসভ্যের সাহস দেখানোর সুযোগ পায়, তাহলে ত ঐ স্থায়ী কমিটিগুলো বাতিল করেই দেওয়া উচিত। আর আমলাদের মানসিকতাতেই যদি দেশ চলতে হয়, তাহলে ত রাজনীতিকদেরও দিন ফুরিয়ে এসেছে। তবে কি আমলাগুলো ঐ সব নেতাদের দুর্বলতায় সঠিক আঘাত হানতে পেরেছে ? তবে কি আমলারা বুঝে নিয়েছে যে যে সমস্ত এম পি বা মন্ত্রী নির্বাচিত হয়েই উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা আত্মসাৎ করার জন্য কুকুরের মত কামড়াকামড়ি করে, তাদের কথা না শুনলেও তাদের কিচ্ছু যায় আসবে না ? উদাহরণ স্বরূপ ৩০ জুন, ২০১০ ইং-এর দৈনিক প্রথম আলো-র শেষ পৃষ্ঠায় পরিবেশিত খবরটি। খবরটির মূল বক্তব্য হলো টেলিযোগাযোগের নতুন আইনে কতিপয় আমলা অযৌক্তিক বিধান রেখেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টেলিযোগাযোগ-মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তিনি মন্তব্য করেছেন, ‌প্রশাসনের ঘাড়ে ভুত চেপেছে'। ঐ ভুতটা ঘাড় থেকে নামাতে যদি রাজনীতিকরা ব্যর্থ হন, তাহলে দয়া করে ছেড়ে দিন আমজনতার উপর। দেখেন কি করে ঐ আমজনতার গণধোলাই খেয়ে ঐ ভুত পালায়। ঐ ভুত অবিলম্বে না নামালে ডিজিট্যাল বাংলাদেশ গড়ার স্বপ্ন আঁতুড় ঘরেই মিলিয়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.