অতিথি এখন স্থায়ী নিবাসে।
শেখ হাসিনা তার ছেলে সজিব সহ আজ শুক্রবার শেরেবাংলা নগরে স্থায়ী নিবাস গণভবনে উঠলেন।
প্রথম বার ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গণভবনেই ৫ বছর ছিলেন হাসিনা। ওই সময়েই তার পছন্দের পরিপ্রেক্ষিতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসেবে প্রতীকী মূল্যে বাড়িটি তার জন্য বরাদ্দ হয় ।
কিন্তূ দুঃখের বিষয় ২০০১ সালের পর থেকে দীর্ঘ দিন বাড়িটি ভূতের দখলে চলে যায়।
ভূত তাড়ানো ও আধুনিকায়ন শেষে। আবার দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক বছর দুই মাস পর, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে স্থায়ী নিবাস গণভবনে উঠলেন ।
তবে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসে ওই বরাদ্দ বাতিল করে ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।