আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ, অভাবিত, হৃদয় বিদারক মৃত্যুর কাহিনী জানা আছে কার কার? প্লীজ শেয়ার করুন।

বিজ্ঞানের ক্লাসকে ধর্মের ক্লাস বানাবেন না। বিজ্ঞানের ক্লাসে কোন নিউটনের বাণীর প্রতি অন্ধ বিশ্বাস ও ভক্তি নিয়ে বসবেন না। প্রতি ক্ষেত্রে সন্দেহ করুন, প্রশ্ন করুন অবিরত। বিজ্ঞান কারো বাণী দিয়ে চলেনা। বিজ্ঞান চলে যুক্তি ও প্রমাণের উপর।

প্রতি লাইনে লাইনে প্রমাণ চ سم الله الرحمن الرحيم সকল প্রশংসা আল্লাহর। অসংখ্য দরুদ নাযিল হোক তাঁর নবীর উপর বারবার। মানুষ মরণশীল। প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর পানে ছুটে চলছি। মৃত্যুর হাত থেকে কারো নিস্তার নেই।

জন্মেছি যখন মরতে হবেই। এটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে কিছু মৃত্যু আমাদের স্তম্ভিত করে দেয়। মাঝে মাঝে মৃত্যু এমন অকল্পনীয়ভাবে আসে যে, আমরা বাক রুদ্ধ হয়ে যাই। এরকম মৃত্যুর কাহিনী যাদের নিজেদের জীবনে ঘটেছে বা বিশ্বস্ত সূত্রে জানা আছে; তারা অনুগ্রহ করে শেয়ার করুন।

আমি নমুনা হিসাবে নীচে ১/২ টি বাস্তব কাহিনী বর্ণনা করছি। কাহিনী-১ কিছুদিন আগে আমাদের এক আত্মীয়- যিনি ঢাকার যাত্রাবাড়িতে থাকতেন- সম্ভবত চুলায় ডাল বসিয়েছিলেন এবং ডালের মধ্যে আম দেয়ার জন্য তিনি বাড়ির আম গাছ থেকে আম পারার জন্য বাড়ির ছাদে উঠলেন। এরপর একটি রড দিয়ে আম গাছে বাড়ি দিলেন, কিন্তু সেই রড ফস্কে গিয়ে লেগে যায় কারেন্টের তারে, ফলে সেখানেই তিনি মৃত্যু বরণ করেন। একদম অচিন্তনীয় মউত। ডাউলের মধ্যে আম আর দেয়া হলোনা।

কাহিনী-২ যাত্রাবাড়ীর ঐদিকেই ভাঙ্গাপ্রেস এলাকার ঘটনা। একজন হাজীসাহেব ঈদের সময় টেইলারের দোকানে গিয়েছেন পাঞ্জাবী বানানোর জন্য। তো টেইলারের সাথে তার খোলামেলা সম্পর্ক ছিলো। টেইলার কি মনে করে বললেন যে, হাজী সাহেব! পাঞ্জাবী তো অনেক বানিয়েছেন এবার কাফনের কাপড় বানান। এটা শুনে হাজী সাহেব দোকানে রাখা বেঞ্চের উপর বসলেন এবং ঐ বসা অবস্থাতেই, তখনই সম্ভবত হার্ট এটাক করে ইন্তেকাল করলেন।

আহ! একটাই জীবন শেষ হয়ে গেলো হঠাত, অচিন্তনীয়ভাবে। আর ফিরে আসা যাবেনা। ভুলত্রুটি সংশোধনের জন্য আর ফিরে আসা যাবেনা। পোষ্টটি পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যারা নিজেদের কাহিনী শেয়ার করবেন তাদেরকে ডবল ধন্যবাদ এবং আল্লাহ্‌ যেন আপনাকে একটি সুন্দর মউত দান করে সে জন্য দোয়া।

১০০ এরও বেশী বাছাইকৃত চমৎকার সব গজল আছে এখানে। কিছু অতীব জরুরী পোষ্টঃ ইসলামের নবী (সল্লাল্লহু আলাইহিওয়আ সাল্লাম) এর বিরুদ্ধে নাস্তিকদের উত্থাপিত প্রায় সকল প্রশ্নের দাঁতভাঙ্গা জবাব । হুমায়ূন আহমেদের ২য় বিবাহ - পর্ব ৩ আর বিজ্ঞান দিয়ে যারা ইসলামকে মোকাবেলা করতে চায় তাদের জবাব দিতে নীচের পোষ্টগুলো পড়ুন। যারা বিজ্ঞান দিয়ে কোরআনের ভুল ধরেন তারা সবাই একটু দেখুন। সাইন্টিফিক মেথড সম্পর্কে আগে জানুন।

দু'টি চুরির মামলা এবং সেই আলোকে বিবর্তনবাদ, পৃথিবীর স্থিরতা, আস্তিকতা- নাস্তিকতা এবং নাসার চাঁদে যাওয়ার প্রমাণ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।