আমাদের কথা খুঁজে নিন

   

আহারে! এইভাবে যদি জেল ভাঙিয়া পলায়ন করিতে পারিতাম

যুগে যুগে চোর-ডাকাতরা কারারুদ্ধ হইয়াছে। সকল যুগে সকল দেশে রাজা-বাদশাহগণ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ বানাইয়া রাখিয়াছেন স্ব স্ব রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীগণের হাত-পা বাঁধিয়া ফেলিয়া রাখিবার জন্য। কিন্তু আজ আর সেই রাজা-বাদশাহও নাই, সেই রাজবন্দীগণও গত হইয়াছেন। উহারা সকলেই বর্তমানে পরকালবাসী। কে কোন্‌ অবস্থায় আছেন আমাদের তাহা জানা নাই।

কিন্তু পরকালীন জীবনে বিশ্বাসীগণ যে অনুমান করিতে পারেন তাহা হইল, অত্যাচারী রাজা-বাদশাহগণ পৃথিবীতে আরাশ আয়েশী জীবন কাটাইলেও ভবলীলা সাঙ্গ হইবার অব্যবহিত পরেই তাদের শাস্তি শুরু হইয়া যায়। সেই অর্থে অতীতের রাজা বাদশাহগণের অধিকাংশই এখন অগ্নিকুণ্ডলির ভিতর দগ্ধ হইতেছেন। আর তাহাদের অন্যায় আচরণের শিকার রাজবন্দীগণ যাহারা কোনো অন্যায় না করিয়াও পৃথিবীতে নরকের আগুন জ্বলিয়াছেন, তাহারা আজ স্বর্গসুখে দিন কাটাইতেছেন। ইরাকের অত্যাচারী শাসক সাদ্দাম হোসেন নিজের ক্ষমতার মসনদ পাকাপোক্ত করিবার নিমিত্তে অসংখ্য কারাগার এবং ফাঁসির কাষ্ঠ প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। নিজের তরে রাজপ্রাসাদ আর পরের তরে জেলখানা।

কিন্তু যেদিন সাদ্দাম ফাঁসির মঞ্চ তৈয়ার করিয়াছিলেন, সেইদিন যদি ভাবিতেন যে, একদিন এই মঞ্চ হইতেই তাহাকে উর্ধ্বাকাশে গমন করিতে হইবে, তাহা হইলে আমি হলফ করিয়া বলিতে পারি তিনি কোনোদিন কাহাকেও ফাঁসিতে ঝুলাইতেন না। সেই সাদ্দামের দেশের একটি কারাগার ভাঙিয়া আজ শতাধিক বন্দি পলায়ন করিয়াছে। সংঘর্ষে নিহত হইয়াছে ১৩ জন। এই সংবাদটি দেখিয়া ভাবিলাম, আহারে! রাজা-রাণীদের অন্যায় আচরণের শিকার হইয়া যাহারা কারাগারে বন্দি রহিয়াছেন তাহারা যদি এইভাবে মুক্ত হইতে পারিতেন! এতক্ষণ শুধু পরোক্ষভাবে রাজা-বাদশাহদের মুণ্ডুপাত করিলাম। এবার প্রত্যক্ষভাবে বলিতে চাই- মানবতা বিরোধী অপরাধের নামে আজ বাংলাদেশের একদল মানুষ যাহাদের অপরাধ এখনো আদালতে প্রমাণ হয় নাই তাহাদিগকে কারাগারে নিক্ষেপ করা হইয়াছে।

প্রশ্ন হইল- তাহারা যদি ৪০ বছর আগে মানবতার বিরুদ্ধে অপরাধ করিয়া থাকেন, তাহা হইলে বিগত চার দশক তাহাদের পক্ষ হইতে কোন অপরাধ সংঘটিত হইল না কেনো? অপরাধ করা যাহাদের স্বভাব তাহারাতো একের পর এক অপরাধ করিয়াই যাইবেন। আজ যাহারা বন্দি তাহারা তো বিগত চার দশকে দেশের সর্বাধিক ভালো মানুষদের অন্তর্ভূক্ত ছিলেন। তাহাদিগের দুই জন যখন একটি সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করিয়াছেন তখন অপর সকল মন্ত্রী দুর্নীতি করিলেও তাহারা করেন নাই। তাহারা যদি অপরাধীই হইবেন, তাহা হইলে দুর্নীতি করিলেন না কেনো? এখন হইতে ১০০ বছর পর আমরা কেহ থাকিব না। আজ যাহারা কারাগারে রহিয়াছেন তাহারা যেমন থাকিবেন না, সেইরূপ যাহারা ক্ষমতায় থাকিয়া দম্ভ করিতেছেন তাহারাও নহে।

সেইদিন পরপারে কাহার অবস্থান কোথায় হইবে- পাঠক মহল আন্দাজ করিতে পারেন কি? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।