আমাদের কথা খুঁজে নিন

   

ভাগিনার আবদারে ছবি গুলা দিতে বাধ্য থাকিলাম

বাদশার মত সে আমাকে কহিল ইহাকে বাংলাদেশের পতাকা বলে । এরপরে সে একটি ঘুড়ি অংকন করিল তারপরে কহিল এর চেয়েও কঠিন জিনিস সে অংকন করিতে পারে।অতঃপর একটি পাতা এবং ফুল অংকন করিল ইহার পরে কি অংকন করিল তাহা বুঝিতে পারিলাম না ।সে কহিল ইহা একটি সর্প সে একটি ঘর অংকন করিতে শুরু করিল ।আমার প্রস্থান ঘটিবে ভাবিয়া রঙ করা বাদ দিয়ে আমাকে বাধ্য করল তার অংকিত জিনিস গুলার ছবি তুলতে। অবশেষে আমার আবদারে সে ইংরেজি বর্ণমালাগুলো লিখে দেখাইল।অতঃপর আমাকে শুধাইল তোমাকে তোমার স্যাররা A B C D লিখতে দেয় না ? অংকনের পরে তার নিজের ফটোখানা তুলতেও ভুলে যায় নি পল্টু মামা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।