আমাদের কথা খুঁজে নিন

   

হরতালের রাতে চট্টগ্রামে ওয়ার্লেস-ষ্টেডিয়ামমার্কেট-ওয়ার্লেস(ভাগিনার জন্য ব্যাট কেনা)

গতবার বোনের ওখানে বেড়াতে গিয়ে দেখি আমার ভাগিনা(টুতে পড়ে) অনেক ভাল ক্রিকেট খেলে, আমিতো মুগ্ধ! বিষেশ করে মিডঅন ও মিডঅফে তার শট দেখে। তখনই বললাম তুমি যদি ভাল করে পড়াশোনা কর তাহলে ভাল একটি ব্যাট কিনে দেব। তারপর থেকেই কিছুদিন পরপর ফোন করে ছোটমামা আপনি কবে আসবেন জিজ্ঞেস করে। কয়েক দিন পরপর যাব ওখানে, ভাল লাগছিল না হলএ তাই ভাবলাম ঘুরে আসি, সেক্ষেত্রে ষ্টেডিয়াম গেলে তো রথ ও কলা, দেখা ও বেচা হবে। বন্ধু ।

একজনকে ফোন দিলাম সে বলল সে চকবাজারে। পরে আমরা দুজন ষ্টেডিয়াম মার্কেটএ দেখা করব ঠিক করলাম। কিন্তু রাস্তায় আসতে মনে হল এখন হরতাল, বেশ অনেক পরে একটি টেক্সি দিয়ে জি.ই.সি. এসে দেখি ওদিকে কোন যানবাহন যাচ্ছেনা। যাই হোক হেটেই রওয়ানা হলাম গন্তব্যের দিকে। কিছুদূর যেতেই দেখি কিছু হুজুর রাস্তা অবরোধ করে দাড়িয়ে আছে, কোন যানবাহন যেতে দিচ্ছে না।

যাই হোক আমি আর কিছুদূর যেতেই আরো কিছু হেফাজত কর্মী লোকদেরকে তল্লাশি চালিয়ে প্রবেশ করতে দিচ্ছে, আর একটু দূর যেতেই আরও একদফা তল্লাশি। পুরো বিষয় তাতে মজা পেলাম! যাক ওয়াসা মোড়ে দেখলাম হেফাজতে ইসলামের সমাবেশ। অনেক লোকের অংশগ্রহন, কয়েক হাজার হবে। এটা পার হয়ে গেলাম লালখান বাজার পর্যন্ত, অনেক শৃংখলিত মনে হল তাদের। ব্লগ ও ফেবু পড়তে পড়তে এগুচ্ছি হটাত মনে হল পুলিশ কই? ওমা আমার সামনেই দেখি পুলিশ।

হটাত ভয় পেলাম। মোড়ে যেতেই বন্ধু ফোন দিল, বলল এগোয় আমি ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর সামনে যেতেই আবার ফোন দিয়ে কোথায় আছি বলতেই ওখানে দাড়াতে বলল। তখন সে তার আরও কিছু বন্ধু নিয়ে এসেই আমাকে নিয়ে ওখানের কমিনিউটি সেন্টারের ভিতর ঢুকল আমিতো অবাক পরে বলল তার বন্ধুর এবং তার দাওয়াত। খাওয়ার পর বাহির হয়ে জানলাম আমি বরপক্ষ ছিলাম!!! ওখান থেকে তারপর ব্যাট কিনতে গিয়ে একটি CA ব্র্যান্ড এর ব্যাট কিনলাম(ষ্টিকার এর ব্র্যান্ড) ফিরতি পথে আবার হেফাজতে ইসলামের সমাবেশ দিয়ে আসার সময় একটি জায়গায় দেখলাম কয়েকজন লোক ল্যাপটপ নিয়ে বসে আছে, বুজলাম এরা ওদের IT সেক্টর এর লোক। আসার সময় জি.ই.সি. থেকে রিক্সা নিলাম, রিক্সাওয়ালা হটাত বলল ভাই দেশের এই অবস্থা আমি আর দেখি নাই।

কি আর বলব, বললাম আর হলেই তো দেখবেন। তারপর ৯টা১৫তে হলে গেলাম। ভাবতেই ভাল লাগছে আমার ভাগিনা ব্যাট পেলে কত খুশি হবে!!! (বর্তমানের হরতাল ও লংমার্চ এড়িয়ে গেলাম) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.