আমাদের কথা খুঁজে নিন

   

স্রস্টা সবার পরম 'ইনোসেন্স' দূর করুক

ভালো মানুষ হতে চাই"-উত্তরটা এমনি ছিল। ছোট্ট একটা মুখ থেকে এমন উত্তর পেয়ে নিজেকে কাঠগোড়ায় দাঁড় করালাম,কীসের পেছনে ছুটছি এতো!! মানসশৈত্যজবিভবলব্ধতাড়নাপ্রসূতজান্তবপ্রবৃত্তিহেতু এক নিঃস্বপ্ননিদ্রাভিলাষী "১৫ শতকের বিখ্যাত নাবিক ঝেং হে। প্রথম চীনা নাবিক হিসেবে চীন থেকে মালয় উপকূল-সূদর আফ্রিকায় অভিযান পরিচালনা করেন। আফ্রিকা থেকে জিরাফ নিয়ে আসেন চীনে। বাই চোঙজি চীন বিপ্লবের সময় চীনের সামরিক প্রধান ছিলেন।

১৯৪৯ সালে চীনের প্রভাবশালী ব্যক্তিত্ব। বর্তমান চীনের ভাইস প্রিমিয়ার হুই লিয়াংইউ। এদের নামের আগে পড়ে কোন মো: বা সৈয়দ নামের চিহ্ন নাই যা দিয়ে বোঝা যায় এরা মুসলিম; আবার কেউও পীরজাদা বা মাশায়েখও পদবীর ধারে কাছে যায় নাই। ধর্ম কখনোই একটা সভ্যতার ঘাড়ে উপর উঠে বসতে পারে না। না সংস্কৃতি আগে না ধর্ম পড়ে, সব এক সাথে চলতেই পারে; গাড়ির হেড লাইটের মতো।

ভারতবর্ষের প্রথম মুসলিম কেরালার রাজা রামা ভারমা কুলাসেকারা। সে নবী মুহাম্মদ (স এর সময়েরই লোক। তারপরেও নামের আগে পড়ে কিছুই বসাই নাই। স্বয়ং নবীজিও এমন কোন কথা বলেন নাই যে নাম দিয়েই সব উদ্ধার হবে। আমেরিকাতে প্রথম পা রাখা মুসলিমের নাম এস্তেভানিসিও, পরে আরও কয়েকজন পরিচিত ছিলেন আলেকজান্ডার রাসেল ওয়েব, হাইজোলি।

আর এখন (বিশেষ করে এশিয়ার মুসলিমরা) নামের আগে পড়ে কত্ত কিছুই না লাগাই! ধার্মিকতা প্রকাশের জন্য কতই না ফাল পারি, মধ্যপ্রাচ্যের মহামুনি সৌদি আরবের দিকে তো আঙ্গুলই তোলা যায় না। পাশের দেশগুলোতে মানুষ মরে (পরে ধর্ম) আর ওনারা সারা বিশ্বে পাঠান সুস্বাধু খেজুর! মুজিবের থেকেও বড় আওয়ামী লিগ এখন সবাই। " (স্রস্টা সবার পরম 'ইনোসেন্স' দূর করুক। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।